You dont have javascript enabled! Please enable it! 1966 | ৬ দফা ও কেন্দ্রীয়/প্রাদেশিক সরকার সম্পর্কে মার্কিন দৃষ্টিভঙ্গি - সংগ্রামের নোটবুক

৬ দফা ও কেন্দ্রীয়/প্রাদেশিক সরকার সম্পর্কে মার্কিন দৃষ্টিভঙ্গি

৬ দফা ও কেন্দ্রীয়/প্রাদেশিক সরকার সম্পর্কে বৃটিশ দৃষ্টিভঙ্গি থেকে মার্কিন দৃষ্টিভঙ্গি ছিল অনেক পরিষ্কার, স্পষ্ট। বৃটিশ হাইকমিশন থেকে ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি একটি রিপাের্ট পাঠানাে হয়। সেখানে মিশন থেকে কে. আর. কুক লিখছেন, কমনওয়েলথ অফিসের দক্ষিণ এশিয়া বিভাগের এন. জে ব্যারিংটন যে প্রতিবেদন পাঠিয়েছেন তার ওপর তাঁর কিছু পর্যবেক্ষণ আছে।
১. ব্যারিংটন লিখছেন, সরকার সমর্থকদের একটি বড় অংশ বিরােধীদের দৃষ্টিভঙ্গির সঙ্গে ঐকমত্য পােষণ করে। এটি অতি সরলীকরণ। পূর্ব পাকিস্তানিদের উচ্চপদে নিয়ােগ পরিষদের ভেতরে অনেককে সন্তুষ্ট করতে পারে। পরিষদের গত বৈঠকে আইনমন্ত্রীর স্বায়ত্তশাসন সমর্থকদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা পরিষদে সরকার সমর্থকদের ব্রিত করেছে। মাঝে মাঝে প্রেসিডেন্টের একই ধরনের বক্তৃতাও হয়ত তারা পছন্দ করে না। কিন্তু মূল বিষয় অন্য। অর্থাৎ তারা যে মনেপ্রাণে স্বায়ত্তশাসনের সমর্থক তা নয়, তারা এখনও বুঝতে পারছে না রুটির কোন দিকটায় মাখন থাকবে।

২. কোন কোন আমেরিকান (কনসাল জেনারেল ছাড়া) বিশ্বাস করেন সরকার সমর্থকরা বিদ্রোহের দ্বারপ্রান্তে। তবে এটি ঠিক না। “I fear the truth is that they have become fed this line, over the last 18 months, by there who think it is that they want to hear, perhaps even by ‘agents’ put up to test them out. The result so far, is nil.”

৩. ব্যারিংটন মনে করেন, অর্থনৈতিক স্বার্থের কারণে, বর্তমান শাসনকে অনেকে সমর্থন করবে। এটি অনেকটা ঠিক। মিশনের অনেকে সারা দেশ ভ্রমণ করে অনেক চেয়ারম্যান ও কাউন্সিলরদের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা বর্তমান শাসনকে সমর্থন যােগাবে।

৪. ব্যারিংটন জানিয়েছেন, স্বায়ত্তশাসনের বিরুদ্ধে অনেকে বিচ্ছিন্নতার পক্ষপাতি, ক্ষুদ্র এই সংঘ স্বাধীন পূর্ব পাকিস্তান বা যুক্তবঙ্গের পক্ষে। “আমি নিশ্চিত চরম বামপন্থী দলের কিছু ছাত্র এর পক্ষে, আমরা কিছু প্রমাণ পেয়েছি যাতে দেখা গেছে, ভারতীয় শহরগুলিতে যাদের আত্মীয়স্বজন আছে ও তাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদের মধ্যে এ ধরনের চিন্তাভাবনা আছে। বা তারা মনে করে ঢাকা থেকে কলকাতায় তাদের ক্যারিয়ার উজ্জ্বল হবে।” তবে, ব্যারিংটন যে বলছেন এরা প্রভাবশালী এটি ঠিক নয়। এটি নতুন কিছু নয়। ১৯৫৪ সালে এ ধরনের একটি ইস্যু তুলে কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক
সরকারকে বরখাস্ত করে।

৫. পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীদের ‘Sober elements এর মাঝে পাকিস্তান প্রত্যয় সম্পর্কে মৃদু দেশ প্রেম বর্তমান [there is a mild but deep seated feeling of patriotism for Pakistan concept.]

 

সূত্র : ৬ দফা স্বাধীনতার অভিযাত্রায় বঙ্গবন্ধু – মুনতাসীর মামুন