৬ দফার মূল প্রতিপাদ্য
১. লাহাের প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি ফেডারেশন।
২. প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছাড়া সব বিষয় ন্যস্ত থাকবে অঙ্গরাষ্ট্রের হাতে।
৩. পাকিস্তানে একটি ফেডারেল ব্যাংক থাকবে তবে দু’টি অঞ্চলের মুদ্রা হবে পৃথক কিন্তু বিনিময়যােগ্য।
৪. শুল্ক নির্ধারণ করবে অঙ্গরাষ্ট্র তবে তার একটি অংশ পাবে কেন্দ্র।
৫. বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে এবং যে অঙ্গরাষ্ট্র যা উপার্জন করেছে তা তার নিয়ন্ত্রণে থাকবে।
৬. অঙ্গরাষ্ট্রসমূহ প্যারা মিলিশিয়া বাহিনী গড়ে তুলতে পারবে।
সূত্র : ৬ দফা স্বাধীনতার অভিযাত্রায় বঙ্গবন্ধু – মুনতাসীর মামুন