রণাঙ্গন সংবাদ
কুড়িগ্রামে মুক্তিফৌজের সাফল্যজনক অভিযান কুড়িগ্রাম : ৮ই নভেম্বর-আমাদের নিজস্ব প্রতিনিধি পরিবেশিত সংবাদে প্রকাশ গত ৭ই নভেম্বর মুক্তিবাহিনীর জোয়ানগন কুড়িগ্রামে মতিন হাটের নিকট ট্রেন লাইনের উপর মাইন পুতে রাখে। পাকসৈন্য বােঝাই একটী গাড়ি উক্ত লাইনে আসলে মাইন বিস্ফোরণের ফলে ইঞ্জিনসহ দুটী বগী। সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এর ফলে ২৩ জন পাকসেনা নিহত হয় এবং ৭ জন আহত হয়। সংবাদে আরও প্রকাশ এই অঞ্চলের ৩ জন রাজাকার তাদের রাইফেলসহ ৩রা নভেম্বর মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্পণ করলে এই সংবাদ পাকসেনাদের নিকট পৌছে, তখন তারা ঐ রাজাকারদের ঘরবাড়ী পুড়িয়ে দেয়ার জন্য রাজাকারদের গ্রামে আসে। পূর্বেই মুক্তিফৌজ এই সংবাদ পায় এবং রাজাকারদের গ্রামের পার্শে আত্মগােপন করে থাকে। পরে পাকসেনারা গ্রামের বাড়ী পােড়াতে আসলে মুক্তিবাহনীর জোয়ানগন তাদের উপর হামলা চালায় এবং ১১জন পাকসেনাকে খতম করে এবং ৪ জনকে আহত করে। পরদিন পাকসেনারা ঐ গ্রামের ১৮জন নিরীহ লােককে হত্যা করে।
অগ্রদূত ১ : ১১
১০ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯