বিভিন্ন রণাঙ্গনে মুক্তিবাহিনীর তীব্র আক্রমণ
নবাবগঞ্জ : শনিবার ৬ই নভেম্বর, হানাদার পাকসেনার একটি দল ঢাকা থেকে নবাবগঞ্জ অভিমুখে যাত্রা করিলে পথিমধ্যে আগলা পূর্বপাড়া গ্রামে আমাদের দুর্ধর্ষ গেরিলারা শত্রুসৈন্যের দুটি নৌকার উপর আক্রমণ চালিয়ে ১২ জনকে হত্যা করে। পরে হানাদারেরা মুক্তিবাহিনীর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গ্রামবাসীর উপর বেপরােয়াভাবে গুলিবর্ষণ করে। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় নি। আমাদের এ রিপাের্ট লিখার সময় পর্যন্ত মুক্তিসেনারা হানাদারদের গতিপথ অবরােধ করে রেখেছিল। আরাে জানা গেছে ১লা নভেম্বর দুর্ধর্ষ গেরিলারা এক হামলা চালিয়ে ৩ জন পাকসেনাকে নিহত এবং ২ জনকে আহত করে। কেরানীগঞ্জ : গত ৪ঠা নভেম্বর গােলাম বাজারে রাজাকারদের একটি দলের উপর আমাদের বীর গেরিলারা এক অতর্কিত আক্রমণ চালিয়ে ৭ জনকে নিহত ও একজনকে বন্দী করে। অবশিষ্টরা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে হানাদার পাকসৈন্যরা এসে ঐ স্থানে বেশ কিছু বাড়ীঘর জ্বালিয়ে দেয়। কুমিল্লা : আমাদের ভ্রাম্যমান প্রতিনিধি জানাচ্ছেন—গত ২৮শে অক্টোবর কোটবাড়ী নামক স্থানে। পাকবাহিনীর একটি বিরাট ঘাটির উপর প্রবল আক্রমণ চালিয়ে ১৪৭ জন পাকসেনাকে হত্যা করে। এই সংঘর্ষে আমাদের চারজন মুক্তিযােদ্ধা শহীদ হন। প্রকাশ, গত সপ্তাহে এটাই ছিল সবচেয়ে বড় রকমের সফল অভিযান। দিনাজপুর । আমাদের নিজস্ব প্রতিনিধি কর্তৃক প্রেরিত এক সংবাদে জানা গেছে যে, গেরিলারা মাইনের সাহায্যে পার্বতীপুরে শত্রুসৈন্যবাহী একটি ট্রেনের ইঞ্জিন উড়িয়ে দেয় এবং স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে ১৫ জন খানসেনাকে খতম করে। উল্লেখযােগ্য যে, মাত্র ৪ জন গেরিলা এই অভিযানে অংশগ্রহণ করে। | চট্টগ্রাম : গত ৩রা নভেম্বর আমাদের মেরিন কমান্ডােগণ চট্টগ্রামে পাকসৈন্যদের জন্য তৈলবাহী মাহতাব শাহবাজ নম্বর-২ নামক জাহাজটি মেয়াদি বােমার সাহায্যে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয়।
ঢাকায় গেরিলা তৎপরতা : গত ৪ঠা নভেম্বর ভােরে গেরিলারা ৩টি বিস্ফোরণ ঘটিয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ব্যাপক ক্ষতিসাধন করে। একই দিনে গেরিলাদের অপর একটি বােমা বিস্ফোরণে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন অফিস সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। নিয়মিত বাহিনীর সফল অভিযানে বিপুল এলাকা মুক্ত গত সপ্তাহে আমাদের নিয়মিত বাহিনীর দুর্বার অভিযানে আতঙ্কগ্রস্ত পাকসেনারা বিপুল ক্ষয়ক্ষতি স্বীকার। করে পিছু হটতে বাধ্য হয়। ফলে কিশােরগঞ্জ মহকুমার আটটি থানা এবং সিলেট জেলার উত্তর অঞ্চলে গুয়াইনঘাট থানা সম্পূর্ণভাবে মুক্ত হয়। তিনজন বেলুচলেনার মুক্তিবাহিনীতে যােগদান গত মাসের ২য় সপ্তাহে হরিরামপুর থানায় ৩ জন বেলুচ সৈন্য পাকবাহিনীর ছাউনি থেকে বের হয়ে। মুক্তিবাহিনীর সাথে একাত্মতা ঘােষণা করে। বর্তমানে তারা পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ (৪) ১ :
২৭ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯