You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
বাংলাদেশ প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের বিতর্কের সারাংশ জাতিসংঘ ডকুমেন্টস সেপ্টেম্বর- অক্টোবর, ১৯৭১

জাতিসংঘের সাধারণ সভায় ১১৭ টি দেশ সাধারণ বিতর্কে অংশগ্রহণ করে।এদের মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়াও ৫৫ টি দেশ তাদের বক্তব্যে বাংলাদেশের কথা উল্লেখ করে। এসব বক্তব্যকে নিচের ছয়টি ভাগে ভাগ করা যেতে পারে :-
(১) বাইশটি দেশ কোন প্রকার রাজনৈতিক বিবেচনার কথা উল্লেখ না করেই সংকট মোকাবেলার জন্য মানবিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব আরোপ করে। :-
আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, চিলি, চীন(তাইওয়ান), মিশর, ঘানা, জ্যামাইকা, জাপান, লাসো, লিবিয়া, মেক্সিকো, মাদাগাস্কার, নেদারল্যান্ড, নিকারাগুয়া, সিরিয়া, থাইল্যান্ড, তাঞ্জানিয়া, তুরস্ক, উগান্ডা, উরুগুয়ে, ইয়েমেন(আদেন), ইয়েমেন(সানা) এবং জাম্বিয়া ।
(২) আটটি দেশ মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সঙ্কটকে মোকাবেলার কথা বলে এবং শরণার্থীদের ফিরে যাবার পূর্বশর্ত হিসেবে পূর্ব বাংলায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানায়। :-
আফগানিস্তান, সিলন, একুয়াডোর, ফিনল্যান্ড, ইটালি, নেপাল, যুক্তরাজ্য এবং ইয়োগোস্লাভিয়া ।
(৩) চোদ্দ থেকে পনেরটি দেশ তাদের মানবিক উদ্বেকের কথা জানায় এবং পূর্ব বাংলায় সঙ্কট নিরসনের জন্য রাজনৈতিক সমাধান খুঁজে করতে জোর দেয় ।:-
অস্ট্রিয়া, বেলজিয়াম,সাইপ্রাস, ফ্রান্স, গায়না, অয়ারলান্দ, মাল্টা, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, সুইডেন, এউ,এস,এ এবং এউ,এস,এস,আর ।
(৪) পাঁচটি দেশ সংকটের মানবিক দিকটি স্বীকার করে,জাতিসংঘের সহযোগিতা নিয়েই হোক বা ছারাই হোক ভারত ও পাকিস্তানের মাধ্যমেই এর বিহিত করতে হবে বলে মত দেয়।:-
আলজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, লেবানন, সিয়েরা লিওন এবং বেলজিয়াম।
(৫) সৌদি আরব পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় ।
(৬) তিনটি দেশ পরোক্ষভাবে এই প্রসঙ্গে কথা বলে :- ইথপিয়া, আইছল্যান্ড, ইসরাইল ।
দশটি দেশ সুস্পষ্ট ভাবে উল্লেখ করে যে পূর্ব বাংলায় যে অবস্থা বিরাজ করছে তাতে মানবিক সংকটের আশঙ্কা রয়েছে এবং এর রাজনৈতিক সমাধান নির্বাচিত জন প্রতিনিধিদের নিয়েই করতে হবে । এই বক্তব্যগুলকে নিম্নের দুই ভাগে ভাগ করা যায় :-
(ক) আটটি দেশ পূর্ব বাংলায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে :-
বেলজিয়াম, একুয়াডোর, ইসরাইল, মাল্টা, মাদাগাস্কার, নিউজিল্যান্ড, সুইডেন এবং উগান্ডা ।
(খ) চারটি দেশ সুস্পষ্ট ভাবে উল্লেখ করে যে নির্বাচিত জন প্রতিনিধিদের নিয়ে সাংবিধানিক ভাবে একটি রাজনৈতিক সমাধানে আসতে হবে :-
ফ্রান্স, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন।
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!