You dont have javascript enabled! Please enable it! 1971.11.07 | বাংলাদেশ নৌ-বাহিনীর সাফল্য - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ নৌ-বাহিনীর সাফল্য

বাংলাদেশ নেভাল ফোর্স ৯ নং সেক্টরে বেশ সাফল্যের সাথে মঙ্গলা ও চালনায় পাক সেনাদের কয়েকটি জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। নৌবাহিনীর ডুবুরীরা এ সকল আক্রমণ চালায়। এ ছাড়া নৌ-বাহিনী। কয়েকটি নদী বন্দরে পাক সেনাদের বেশ কয়েকখানা লঞ্চ ও ষ্টীমার ডুবিয়ে দিতে সক্ষম হয়। আমাদের রণাঙ্গন প্রতিনিধি সম্প্রতি একটি নৌ-যান পরিদর্শনে গেলে নেভাল লেফটেন্যান্ট মােহাম্মদ খুরশীদ (তথাকথিত আগরতলা মামলার আসামী) এর সাথে এক সাক্ষাৎকার ঘটে। তিনি আমাদের প্রতিনিধিকে জানান যে এই নৌ-বাহিনী পাক সেনাদের যে কোন শক্তির সাথে মােকাবিলা করতে সক্ষম। তিনি আরও বলেন যে এই সেক্টরের নেভাল বাহিনীর শক্তি বৃদ্ধি করার পিছনে সকল অফিসার ও কমান্ডারদের দান অপরিসীম।

বিপ্লবী বাংলাদেশ ০১: ১২৪

৭ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯