You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
জাতিসংঘ সাধারন পরিষদের তৃতীয় কমিটি কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব জাতিসংঘ ডকুমেন্টস ২২ নভেম্বর, ১৯৭১

জাতিসংঘের রেজল্যুশন সর্বসম্মতিক্রমে জাতিসংঘের সাধারন সভার তৃতীয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে, ২২শে নভেম্বর ১৯৭১

তৃতীয় কমিটি

জাতিসংঘের শরনার্থী হাই কমিশনারের সমন্বয় কেন্দ্রগুলোর কার্যক্রমের ওপর এবং পূর্ব পাকিস্তানে জাতিসংঘের ত্রান কার্যক্রমের (UNEPRO) উপর মহাসচিবের প্রতিনিধি জনাব পল মারি হেনরি এর রিপোর্ট মনযোগ সহকারে শোনার পর, মহামান্য প্রিন্স সদরউদ্দিন আগা খাঁনঃ

আন্তর্জাতিক সম্প্রদায় যে অভূতপূর্ব সমস্যার সম্মুখীন হয়েছে তা মোকাবেলার মানবিক কারন গুলোর জন্য বৃহত্তর পরিসরে গৃহীত প্রচেষ্টাকে উপলব্ধি করেঃ

শরনার্থী পরিস্থিতির তীব্রতা ও গুরুত্ব সম্পর্কে সচেতন যা বিপজ্জনক অংশের আশংকা করছেঃ

সুপারিশ করে যে, সাধারন সম্মেলনের সভাপতির নিম্ন লিখিত বিষয়ে একটি বিবৃতি দেওয়া উচিতঃ

১. আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ, যা কদাচিত ভারতে পূর্ব পাকিস্তানি শরনার্থীর মত অতিমাত্রায় শরনার্থী সমস্যার সম্মুখীন হয়েছে।

২. মহা-সচিব ও তার প্রতিনিধিদের সহায়তার লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর স্বেচ্ছায় অংশগ্রহন অব্যাহত রাখা উচিত এবং আরো তীব্র করা উচিত। শরনার্থী হাই কমিশনার তাদের পূর্ব পাকিস্তানের জনগণ ও শরনার্থীদের দূর্ভোগ লাঘবের প্রসংশনীয় মানবিক কাজে কেন্দ্র হিসেবে কাজ করছে।

৩. এই চরম শরনার্থী সমস্যার একমাত্র সমাধান হলো, শরনার্থীদের নিরাপদে তাদের ঘরে ফিরে যাওয়া এবং এটার জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন যেটাতে জাতিসংঘের বক্তার নীতিমালার প্রতি শদ্ধার মনভাব আনতে সকল সম্মানিত ব্যক্তিদের কাজ করা উচিত।
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!