শিরোনাম | সূত্র | তারিখ |
প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে পাঠানো ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিষ্টস এর টেলিগ্রাম | জাতিসংঘ ডকুমেন্টস | ১৭ আগস্ট, ১৯৭১ |
রাষ্ট্রপতি ইয়াহিয়া খানকে ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস, জেনেভা থেকে আগস্ট ১৭,১৯৭১ তারিখে পাঠানো টেলিগ্রাম
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান,
রাষ্ট্রপতি ভবন,
রাওয়ালপিন্ডি।
বিশ্ব মতামত শঙ্কিত যে সামরিক ট্রাইব্যুনালে শেখ মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ড দিবে। এটি কি হওয়া উচিত? ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস সসম্ভ্রমে মান্যবরের কাছে জোরালো আবেদন জানায় ক্ষমাশীলতা, শক্তি ও প্রজ্ঞার দেখানোর জন্য যেন দন্ড লঘু করে সহিংসতা, সন্ত্রাস ও দুর্ভোগ বাড়ানোর সম্ভাবনা রোধ করা হয়।
MACDERMOT,
মহাসচিব।