শিরোনাম | সূত্র | তারিখ |
বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে ফিনল্যান্ডের ছাত্র সমাজ | ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ | ৫ অক্টোবর, ১৯৭১ |
বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ফিনল্যান্ডের ছাত্রসমাজ
মুজিবনগর, ৪ অক্টোবরঃ বাংলাদেশি শরণার্থীদের ভারত থেকে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার একমাত্র উপায় হলো একটি স্বাধীন প্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করা, বলে অভিমত প্রকাশ করেছে ফিনল্যান্ডের স্টুডেন্টস ন্যাশনাল ইউনিয়ন।
সম্প্রতি তারা তাদের নির্বাহী কমিটির এক সভায় ফ্যাসিস্ট ইয়াহিয়া কর্তৃক হাজার হাজার নিরপরাধ মানুষের গণহত্যার তীব্র নিন্দা জানায়। তারা আজকে বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির সূত্র তুলে ধরে বলেন, এই গণহত্যাই ভারতে আশি লক্ষ শরণার্থী আশ্রয় নেয়ার মূল কারণ।
তারা আরও বলেন,”গণতন্ত্রের জন্য সংগ্রামকে দমনের জন্য চালানো কঠোর নিপীড়ন, রাজনৈতিক অধিকার লংঘন, দেশকে আর্থিকভাবে চরম বিশৃঙ্খলার মাঝে ঠেলে দেয়া এবং দেশবাসীর উপর চালানো অমানুষিক নির্যাতন দেখার পর এটা সবার কাছেই স্পষ্ট, পূর্ব বাঙলার জনগণের সামনে স্বাধীনতা ঘোষণা করা এবং তা অর্জনের জন্য সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোন বিকল্প নেই।”
তারা বাংলাদেশের ছাত্রদের প্রতি মুক্তিযুদ্ধে যোগদানের জন্য আহ্বান জানিয়ে বলেন, “ আপনাদের সামনে এছাড়া আর কোন রাস্তা খোলা নেই”।