You dont have javascript enabled! Please enable it! 1971.08.17 | পাকিস্তান সরকারের কাছে প্রদত্ত বাংলাদেশ সংহতি কমিটি সিলোন-এর প্রতিবাদলিপি | সিলোন কমিটি ফর সলিডারিটি উইথ বাংলাদেশ - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
পাকিস্তান সরকারের কাছে প্রদত্ত বাংলাদেশ সংহতি কমিটি সিলোন-এর প্রতিবাদলিপি সিলোন কমিটি ফর সলিডারিটি উইথ বাংলাদেশ ১৭ আগস্ট, ১৯৭১

পাকিস্তান সরকারের কাছে প্রদত্ত বাংলাদেশ সংহতি কমিটি সিলোন-এর প্রতিবাদলিপি
১৭ আগস্ট, ১৯৭১
পাকিস্তান ও গনতন্ত্র হত্যা করে এবং একটি সম্পূর্ণ জাতির বিরুদ্ধে গণহত্যায় লিপ্ত হয়ে ইয়াহিয়া খানের অধীনে নেতৃত্বাধীন সামরিক জান্তা সার্বভৌম খণ্ড ও স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের এক হাস্যকর বিচারের অবতারণা করছে, যা আন্তর্জাতিক নীতি ও সাধারণ মানবতার আদর্শের বিশাল লঙ্ঘন। যখন এই অসভ্য কার্যকলাপের বিরুদ্ধে তিব্র আন্দোলন গড়ে উঠে এবং সামরিক জান্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভূখণ্ড থেকে নিয়োজিত বাহিনী সরিয়ে নেয় এবং পশ্চিম পাকিস্তানে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে, আমরা পূর্বাভাস দিয়েছিলাম যে সামরিক জান্তার অনবরত কর্মকাণ্ড কেবল দেশের মানুষের আধিপত্যের জন্যই নয় বরং এই অঞ্চলের শান্তির জন্যও হুমকি।
সিলোনের প্রতিনিধিগণ ইয়াহিয়া খান ও সামরিক জান্তার অন্যায়ে গভীর অসন্তুষ্ট এবং এর আশু সমাপ্তির দাবী জানায়।