শিরোনাম | সুত্র | তারিখ |
আলবেনীয় সম্বর্ধনা সভায় উপমহাদেশীয় পরিস্থিতি সম্পর্কে গণ-চীনের উপ-প্রধান মন্ত্রী লী শিয়েন নিয়েন-এর বক্তৃতা | চায়না, পাকিস্তান এন্ড বাংলাদেশ | ২৯ নভেম্বর, ১৯৭১ |
আলবেনীয় সম্বর্ধনা সভায় গণ-চীনের উপ-প্রধান মন্ত্রী লী শিয়েন নিয়েন-এর বক্তব্য, ২৯শে নভেম্বর, ১৯৭১
গত কয়েকদিনে, সামাজিক সাম্রাজ্যবাদ দ্বারা সমর্থিত ও উৎসাহিত ভারত সরকার বিধ্বংসী কর্মকান্ড সংঘটিত করায় এবং পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্ররোচনার কারনে উপমহাদেশের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীন সরকার এবং জনগণ বর্তমান ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন। আমরা বজায় রাখছি যে, দুটি প্রদেশের মধ্যকার দ্বন্দ্ব সংশ্লিষ্ট পক্ষ দুইটির শান্তিপুর্ণ আলোচনার মাধ্যমে মীমাংসা করা উচিত এবং অবশ্যই বল প্রয়োগ করে নয়, যেকোন অজুহাতেই, বিপুল সংখ্যক সশস্ত্র সৈন্যবাহিনীকে ইচ্ছাকৃত ভাবে নিজের সীমানা পাড় হওয়া ও আক্রমন করা এবং অন্য একটি দেশের এলাকা দখল করার জন্য নিয়োজিত করা একটি দেশের জন্য সব থেকে বেশি নিন্দনীয়। চীন সরকার এবং জনগণ, পাকিস্তান সরকার ও জনগণকে বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে তাদের ন্যায়সঙ্গত সংগ্রাম এবং তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় স্বাধীনতা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন করে। বর্তমান উত্তেজনাকে কমানোর
জন্য আমরা মনে করি যে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ভারত এবং পাকিস্তানের স্ব স্ব সশস্ত্র বাহিনীকে সীমান্ত থেকে প্রত্যাহার ও সরিয়ে ফেলার যৌক্তিক প্রস্তাবকে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।