শিরোনাম | সূত্র | তারিখ |
পাক ভারত সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহবান: পোলিশ কমিউনিস্ট পার্টি ষষ্ঠ কংগ্রেস সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের বক্তৃতা | টাইমস অফ ইন্ডিয়া | ৮ ডিসেম্বর, ১৯৭১ |
পোলিশ কমিউনিস্ট পার্টির ষষ্ঠ কংগ্রেসে মিঃ লিওনিদ ব্রেজনেভ এর ভাষণ, ওয়ারশো ডিসেম্বর 7,1971
সমাজবাদী দলের নেতা মিঃ লিওনিজ ব্রেজনেভ, আজ ( 7 ডিসেম্বর) ইন্দো – পাকিস্তান সংঘাত ” কোনোরকম বহিরাগত হস্তক্ষেপ ব্যতীত ” শান্তিপূর্ণ সমাধানের জন্য বলেছেন, রয়টার রিপোর্ট।
মিঃ ব্রেজনেভ পোলিশ কমিউনিস্ট পার্টির ষষ্ঠ কংগ্রেসে একটি পাক বক্তৃতায় এ আহ্বান জানান।
তিনি বলেন ” সোভিয়েত ইউনিয়ন দৃঢ়ভাবে রক্তপাত সমাপ্তির পক্ষে কথা বলে ” জাতি সমূহের প্রতি শ্রদ্ধা রেখে বহিরাগত বাহিনীর কোনরূপ হস্ত ক্ষেপ ব্যতীত বিদ্যমান সমস্যার সমাধান করা উচিত। যা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পক্ষে অনুকূল হবে।
মিঃ ব্রেজনেভ বলেন গত কিছুদিন আগে এশিয়ার দুটি প্রতিবেশী দেশের যে সংবাদটি বেড়িয়েছে তা সকল শান্তি ও স্বাধীনতাকামী জাতিসমূহের পক্ষে আমরা গভীর উদ্বেগের সাথে নিয়েছি। তিনি বলেন ” এটি ছিলো ” প্রয়োজনীয় অধিকার সমূহের ” রক্তাক্ত ” দমন এবং পরিষ্কারভাবে পূর্ব পাকিস্তানের লক্ষ লক্ষ মানুষ ও শরনার্থীর দুর্দশার বহিঃপ্রকাশ