You dont have javascript enabled! Please enable it! 1971.12.10 | বাংলাদেশের সমর্থনে কবিতা পাঠের আসর | বাংলাদেশ নিউজ লেটার - সংগ্রামের নোটবুক
শিরনাম সূত্র তারিখ
বাংলাদেশের সমর্থনে কবিতা পাঠের আসর বাংলাদেশ নিউজ লেটার ১০ ডিসেম্বর,১৯৭১

গিন্সবার্গ এবং আ্যন্ড্রি ভজনেসেন্সস্কি এর দ্বারা কবিতা পঠন
নিউ ইয়র্কঃ প্রথমবারের জন্য প্রখ্যাত রাশিয়ান কবি আ্যলেন জিন্সবার্গ এবং আ্যন্ড্রি ভজনেসেন্সস্কি একত্রে কবিতা আবৃত্তি করবেন। কবিতা পঠন অনুষ্ঠিত হবে শনিবার,২০শে নভেম্বর সন্ধ্যা ৭টায়, সেন্ট জর্জ চার্চ,২০৭ই,১০ স্ট্রীট,যেখানে বাংলাদেশের সমস্যা এবং আমেরিকানদের এই সমস্যা নিঃরসনের পরিকল্পনা সম্পর্কে জনসচেতনতার প্রকাশ ঘটবে বলে মনস্থ করা যায়।

জনাব গিন্সবার্গ,সম্প্রতি যিনি ভারতের একটি উদবাস্তু ক্যাম্প সফর করে ফিরে এসেছেন তিনি উদ্বৃত করেন,

Millions of brothers in woe,
Millions of sisters nowhere to go,
Millions of children in the rain..
Millions of mothers in pain-
September flood over Jessore road.

তাদের সাথে জোগদান করেন কেনেথ কোচ, এড স্যান্ডার, গ্রেগ্রী করসো, পিটার অরল্ভোস্কি,অ্যনা ওয়াল্ডম্যান, মাইকেল ব্রাঊনস্টেইন, ডিক গ্যালাপ এবং রন প্যাজেট।
আমেরিকানরা কবিতা পঠন অনুষ্ঠানটি স্পন্সর করেন বাংলাদেশীদের জন্যে।একদল সচেতন নাগরিক কাজ করে যাচ্ছে জনগণদের বাংলাদেশ সম্পর্কে জানাতে এবং বাংলাদেশের ত্রাণ তহবিল বৃদ্ধি করতে।

ইংল্যান্ডে কবিতা পাঠ

১৪নভেম্বর,১৯৭১-এ অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন স্যাডলার ওয়েলস থিয়েটারে একটি বাংলা কবিতা আবৃত্তি করেন এবং শেক্সপিয়ের ও ইয়টসের রচনাংশও পড়েন বাংলাদেশী শরণার্থীদের জন্য সাহায্যের চাঁদা তোলার উদ্দেশ্যে।জনপ্রিয় লোকশিল্পীসহ আরও বাঙ্গালীশিল্পী এবং রবি শংকরের ভাগ্নে বিরেন্দর শংকর সেতারা বাজিয়েছিলেন।