You dont have javascript enabled! Please enable it! 1971.11.08 | বাংলাদেশের অভ্যন্তর গুহীত চলচ্চিত্রের উপর একটি প্রতিবেদন | এন.বি.সি নিউজ - সংগ্রামের নোটবুক
    শিরোনাম        সূত্র      তারিখ
বাংলাদেশের অভ্যন্তর গুহীত চলচ্চিত্রের উপর একটি প্রতিবেদন এন.বি.সি নিউজ ৮ নভেম্বর,১৯৭১

এন.বি.সি নিউজ
[প্রেস অধিদপ্তর/ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি/30 রকফেলার প্লাজা/নিউ ইয়র্ক, এন ওয়াই 10020 / ব্রডকাস্টিং বৃহত্তম সংবাদ সংস্থা]
নভেম্বর ৮, ১৯৭১

পূর্ব পাকিস্তানে মনুষ্যসৃষ্ট দুর্যোগের উপর বিস্তীর্ন ফিল্ম প্রতিবেদন প্রকাশিত হবে এনবিসি নিউজের উপস্থাপনায় “ক্রোনোলগ” ২৬ নভেম্বর।

পূর্বপাকিস্তানে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল তা নিয়ে প্রথম বিস্তারিত তথ্যচিত্র প্রচার করবে এন.বি.সি নিউজ।

বব রজার্স, যিনি রিপোর্টটি তৈরী করেছেন , প্রায় দুই মাস অতিবাহিত করেন ভারতে এবং পাকিস্তান গল্প চিত্রগ্রহনের উদ্দ্যশে। জনাব রজার্স বলেন, “পূর্ব পাকিস্তানে যেটি রাজনৈতিক দাঙ্গাল হয়ে শুরু হয়েছিল সেটি গত মার্চ মাসে প্রধান মানবিক ট্র্যাজেডি হয়ে ছড়িয়ে গিয়েছে”। “ঐতিহাসিকভাবে পূর্ব পাকিস্তানে দৃশিত হয়েছে
প্রাকৃতিক দুর্যোগ-বন্যা, ঘূর্ণিঝড় ও দুর্ভিক্ষের। এবারকার দূর্যোগটি কঠোরভাবে মানবসৃষ্ট এবং এটি প্রকৃতির সকল প্রচেষ্টাকে অতিক্রম করে মানুষের মৃত্যু, ধ্বংস এবং দুঃখকষ্টের মাত্রার মধ্য দিয়ে”।
জনাব রজার্স ভারতে শরণার্থী শিবিরে চিত্রগ্রহন করেন, যেখানে নয় মিলিয়ন থেকে বেশি
পূর্ব পাকিস্তানের বাঙালি নাগরিকদের পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে গেছে বলে খবর হয়, যার বেশিরভাগ পশ্চিম পাকিস্তানীদের দ্বারা গঠিত.
জনাব রজার্স বলেন, “আমরা সীমান্ত জুড়ে নিপতিতও হয়েছিলাম এবং কয়েকশ শরণার্থীর অনুষঙ্গী হয়েছিলাম ঝুঁকিপূর্ণ ভারতগামী ফ্লাইটে”। আমরা তৈরি করেছিলাম পূর্ব পাকিস্তানের মধ্যে আরেকটি গোপন এন্ট্রি পায়ে হেঁটে এবং নৌকায় চড়ে এবং পেয়েছি একটি অনন্য চলচ্চিত্র প্রতিবেদন মুক্তি বাহিনীর উপর, বাংলা স্বাধীনতা আন্দোলনের গেরিলা বাহিনীর উপর।পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীরা পূর্ব পাকিস্তানিদের বহিস্কার করার প্রচেষ্টা সত্ত্বেও আমরা চারদিন অতিবাহিত করেছিলাম একটি ব্যাটেলিয়ন আকারের গেরিলা বাহিনীর সাথে যেটি পূর্ব পাকিস্তানের একটি বৃহৎ এলাকা নিয়ন্ত্রণ করছে।
পূর্ব পাকিস্তানে একটি পৃথক ট্রিপ এর উপর, জনাব রজার্স এবং তার ফিল্ম ক্রু ধারন করেন দেশে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর প্রচেষ্টা “রিস্টোর নরমালিটি” এর মাধ্যমে, সেনাদল স্থাপন পরিদর্শন এবং মাঠে সেনাদলদের অনুষঙ্গ এর উপর।তিনি বলেন, সেনাবাহিনী নৃশংসতার অস্বীকার করা সত্ত্বেও আমরা বাংলার যেসকল গ্রাম ধ্বংস করা হয়েছিল তা চিত্রায়িত করতে পেরেছিলাম।

প্রতিবেদনে আরও ঘটনা রয়েছে যা বর্তমান ট্রাজেডির সন্ধান দেয়।.
মি. রজার্স বলেন, আন্তর্জাতিক ঘটনাবলিতে গত ১০ বছরের নৃশংস্তার দিকে তাকালে দেখা যায়, “এটিই সবচেয়ে বিভীষিকাময় পরিস্থিতি যার সম্মুখীন হই আমি”। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে, পৃথিবী তাকিয়ে দেখছে এবং এমনটি হতে দিচ্ছে।

বব রজার্স তৈরী করেছেন পর্যায়ক্রমিক অত্যন্ত প্রশংসিত প্রতিবেদন “ফার্স্ট টিউজডে” (এখন “ক্রোনোলগ”), ইসরাইলী বিমান বাহিনীর গল্পসহ, সোভিয়েত মিশরীয় বিমান প্রতিরক্ষা, আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য, এবং ক্যাস্ট্রোর কিউবার।
আরও যোগকৃত গল্প ঘোষনা করা হবে নভেম্বরে ২৬ “ক্রোনোলগ” সংস্করণে.
এনবিসি নিউজ সংবাদদাতা গ্যারিক আটলে প্রোগ্রাম সমন্বয়কারী এবং ইলিয়ট ফ্রাঙ্কেল হলেন নির্বাহী প্রযোজক।

এনবিসি-নিউ ইয়র্ক, ১১-৮-৭১