You dont have javascript enabled! Please enable it! 1971.11.01 | বাংলাদেশের শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের ওপর একটি প্রতিবেদন | ইস্ট পাকিস্তান ইমার্জেন্সী রিফিউজী ফান্ড - সংগ্রামের নোটবুক
          শিরোনাম           সূত্র                তারিখ
বাংলাদেশের শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহের ওপর একটি প্রতিবেদন ইস্ট পাকিস্তান ইমার্জেন্সী রিফিউজী ফান্ড          ১ নভেম্বর, ১৯৭১

১ নভেম্বর,১৯৭১
ইস্ট পাকিস্তান ইমার্জেন্সী রিফিউজী ফান্ড
3308 এস সিডার স্ট্রিট – সুইট 12 বি Lansing, মিশিগান 48910
(517) 393-7666
ব্যক্তির সঙ্গে কথা: জনাব কমলেশ পারেখ
পাকিস্তানি উদ্বাস্তু হিসেবে ঘোষিতদের জন্য উত্থাপিত জাতীয় তহবিল চালনার অগ্রগতি
পূর্ব পাকিস্তানের নয় মিলিয়নেরও বেশি উদ্বাস্তুদের জন্য পূর্ব পাকিস্তান জরুরী উদ্বাস্তু তহবিলের উত্থাপন করে ও এর অগ্রগতি সাধন করে যার সারগর্ভই আসে ব্যক্তিগত অনুদান থেকে। প্রতিটি প্রধান সহায়তাকারী সংস্থা ভারতে গৃহহীনদের সাহায্য করে এবং পূর্ব পাকিস্তানকে সহায়তার জন্য যোগ দিতে আহ্বান জানায়। তিনটি প্রধান সংস্থা -কেয়ার, ইউনিসেফ এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি তাদের প্রতিনিধিদের নাম ঘোষনা করে একশত সদস্যের একটি উপদেষ্টা বোর্ড গঠন করে। আমেরিকা রেড ক্রস, চার্চ ওয়ার্ল্ড সার্ভিস, ক্যাথলিক রিলিফ সার্ভিস এবং প্রধানমন্ত্রীর (ইন্দিরা গান্ধী) ত্রান তহবিল সহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে এই অর্থ বিতরন করা হয়।
নতুন গ্রুপ হিসেবে নিযুক্ত স্পন্সরসমূহ:
১.হন. চেস্টার বোলস,ভারতের সাবেক রাষ্ট্রদূত
২.রিপ. ড্রিন্যান ম্যাসাচুসেটস
৩.রিভ. হোমার জ্যাক, ধর্মীয় শান্তির জন্য বিশ্ব সম্মেলন
৪.মি. হেনরি নিলস, বাল্টিমোর লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান
৫.মি. উইলিয়াম প্লাইমেট, ডেস মইনস,লোয়ার উপস্থাপিত ঝুঁকি বীমা কোম্পানির চেয়ারম্যান।
৬.মি. মরিস দেস, একজন Montgomery ও আলাবামা আইনজীবী
৭. মি. ম্যাক্সওয়েল ড্যান, নিউইয়র্কের একটি বিজ্ঞাপনী সংস্থা ডেয়ল ডেন বার্নব্যাখ
৮.মি. থমাস কলিন্স, নিউইয়র্কের একটি সরাসরি প্রতিক্রিয়া বিজ্ঞাপনী সংস্থা র্যাপ ও কলিন্স
৯.প্রফেসর নোম চমস্কি (এম আই টি ইউনিভার্সিটি)
সারাদেশে ব্যক্তিদের মেইলিং এর মাধ্যমে ওয়াশিংটনের একটি ব্যাংক একাউন্টে সর্বমোট তিন লাখ ডলার জমা হয়।প্রতিদিন এভাবে বিভিন্ন হারে কয়েক হাজার ডলার জমা হচ্ছে।একাধিক ব্যক্তি ও গোষ্ঠী এই কাজে অবদান রাখতে ব্যাংকের ফান্ডে সরাসরি অর্থ প্রদান করতে আগ্রহী হচ্ছে।চেকগুলো প্রদানযোগ্য করতে ইস্ট পাকিস্তান ইমার্জেন্সী রিফিউজী ফান্ড,পোস্ট অফিস বক্স 1776, ওয়াশিংটন ডিসি 20013 এই ঠিকানায় পাঠানো হয়।নতুন সরাসরি এই মেইল আপিল বিভিন্ন স্কুল এবং উচ্চ শিক্ষা কর্মকর্তাদের,সাংগঠনিক নেতাদের,দানশীল ও পৌর গ্রুপগুলোতে পাঠানো হয়েছে এবং প্রত্যেক ব্যক্তিকে তাদের সম্প্রদায়ের মাঝে এই তহবিল উত্থাপন চালনার জন্য বলা হয়েছে। কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য আমরা কি করতে পারি যেখানে বিশ্বের সেরা মাথারাই এর সমাধান বের করতে পারছে না? আমাদের এই সমস্যা সমাধানের পথ হতে পারে ইউনাইটেড স্টেটস এর জন সাধারনকে এটাই বোঝানো যে আমাদের ক্যাম্পেইন এর উপজাত কার্যক্রমকে দশ মিলয়ন আমেরিকান নাগরিকের কাছে পৌঁছানো যারা একজন উদ্বাস্তু শিশু বা মা অথবা বাবাকে বাঁচানোর জন্য অঙ্গীকারবদ্ধ হবে যেটা বাঙ্গালি জনগনকে জীবিত রাখার জন্য করণীয় সবশেষ পন্থা এবং এই প্রক্রিয়ায় বাঙ্গালি জনসাধারন, তাদের সংস্কৃতি ও তাদের জন্মভূমি সম্পর্কে আরো অনেক বেশি কিছু জানা সম্ভব হবে।
আামরা এই ক্যাম্পেইনেরই অংশ হিসেবে প্রত্যেক বুধবার জাতীয় উপবাস ধারনাকে বিবেচনা করতে পারি যা ত্রান প্রকল্প ও অক্সফাম আমেরিকা স্পন্সর করবে এবং যেটি কলেজ ক্যাম্পাস ও মাধ্যমিক স্কুল গুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে। আমেরিকান পরিবারগুলোর প্রতি বুধবার উপোস না করতে পারার এমনকি প্রতি সপ্তাহে এক ডলার করে প্রদান করতে না পারার কোনো কারন নেই যা ১০ জন উদ্বাস্তু বাঙ্গালির খাদ্যাভাব পূরণ করতে পারে। কল্পনা করুন যদি ২০০ মিলিয়ন আমেরিকান শুধু মাত্র এক বেলা খাদ্য গ্রহন থেকে বিরত থাকে তাহলে তা দিয়ে আমরা ১০ মিলিয়ন উদ্বাস্তুকে দুইশ দিন বা ছয় মাস খাওয়াতে পারি। উপবাসের এই ধারনাটিতে ব্যক্তিগত সংশ্লিষ্টতা খুবই প্রয়োজন কেননা যদি আমরা এক মিলিয়ন অংশগ্রহনকারীও পাই এর প্রভাব জনশিক্ষা ও অন্যান্য জন প্রকল্পের ক্ষেত্রেও গুরুত্ব বহন করতে পারে।
উপরোক্ত এই দুইটি ধারনার মাধ্যমে আমরা তাৎক্ষনিকভাবে বাংলাদেশের ৭৫ মিলিয়ন মানুষের এই অন্তর্বেদনার পরিসমাপ্তি ঘটাতে পারি এবং এভাবে মানব ইতিহাসে সত্যিকারের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়তে পারি।
অতএব, বাংলাদেশের এই সুন্দর মানুষগুলোর জন্য এক মাসে ১০ ডলার করে পরবর্তী কমপক্ষে ছয় মাস এবং প্রতি সপ্তাহের বুধবার এক বেলা উপোস এই উভয় ত্যাগ বিবেচনা সাপেক্ষে আপনার ব্যক্তিগত মতামত জানানোর জন্য অনুরোধ করছি যা আামাদের মধ্যে অনেকেই এ বিষয়ে ব্যক্তিগতভাবে অবগত।
আমি আশা করি আপনি আমাকে আাপনার সিদ্ধান্ত জানাতে একটি নোট প্রদান করবেন।
আন্তরিকতার সঙ্গে ইতি,
শ্রীকুমার পোদ্দার, চেয়ারম্যান
পূর্ব পাকিস্তান ইমার্জেন্সী রিফিউজি ফান্ড

এসপি: কিমি.
পি. এস. আপনার ব্যক্তিগত প্রয়োজনীয়তার সাথে মিলে এমন ত্রান সংগঠনে আপনি অবদান রাখতে পারেন যার উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানো।
ভারত এবং বাংলাদেশে এই সংগঠনটির কোন মাঠ পর্যায়ের কর্যক্রম নেই কিন্তু তহবিল চালিত হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রান সংস্থার মাধ্যমে তার মধ্যে উল্লেখিত আমাদের সংবাদ বিজ্ঞপ্তি বা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ত্রান তহবিল যা আমাদের এক লক্ষ ডলারের তহবিলের বৃহত্তম প্রাপকে পরিণত হয়েছে।
নিন্মোক্ত বরাদ্দ অনুযায়ী অর্থ কমিটি প্রম নগদ এক লক্ষ ডলার অনুদান হিসেবে ঘোষনা করে:
১. ইউনিসেফ এর নিকট $২০,০০০
২.কেয়ার Inc. এর নিকট $২০,০০০
৩.ইন্টারন্যাশনাল কমিটি এর নিকট $২০,০০০
৪.আমেরিকান রেড ক্রস এর নিকট $১০,০০০
৫.চার্চ ওয়ার্ল্ড সার্ভিস এর নিকট $১০,০০০
৬.ক্যাথলিক রিলিফ সার্ভিস রেসকিউ এর নিকট $১০,০০০
৭.প্রাইম মিনিস্টার’স রিলিফ ফান্ডে $১০,০০০
নিউইয়র্কের একটি অসামান্য বিজ্ঞাপনী সংস্থা ডয়েল ডেন বার্নব্যাখ রেডিও,টেলিভিশন,সংবাদপত্র এবং ম্যাগাজিনগুলোর জন্য একটি পাবলিক সার্ভিস প্রচারনার উদ্যোগ নেয়।
সারা দেশ জুড়ে নেটওয়ার্ক ও পত্রিকা প্রতিনিধিদের কাছে এই প্রচারনা পেশ করা হচ্ছে।সংগঠনটি সকল মিডিয়াকে ১৩ সপ্তাহ জুড়ে এই একই প্রচারনার জন্য বলেছে।
প্রতিদিন গড়ে ত্রিশ হাজার উদ্বাস্তু ভারতে প্রবেশ করছে। যদি বৃহদায়তনে তাদের জন্য ত্রানের যোগান দেয়া না যায় তাহলে শত শত হাজার হাজার মানুষ অনাহারে ও রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে।
শুধুমাত্র তেত্রিশ দিনের জন্য একটি বাঙ্গালি শিশুকে নিয়ে খাদ্য দেয়া,কলেরার টিকা দেয়া,তাকে ভালো স্থানে রাখা এবং তার বেঁচে থাকা নিশ্চিত করা সম্ভব।আগামী ছয় মাসের জন্য,এক মাসে এর পরিমান ১০ ডলার।
এই সময়ের মধ্যে এটা আাশা করা যায় যে,একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো যাবে যেখানে উদ্বাস্তুরা তাদের জন্মভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার অনুমতি পাবে।
” আমরা মানুষের সাথে মানুষের একটি প্রচারনা গড়ে তুলতে চাই। ” মি. পোদ্দার বিবৃতি দিলেন। ” আমরা যদি অন্তত একটি শিশু বা একজন মা অথবা বাবাকে দেখাশুনা করার জন্য অঙ্গীকারবদ্ধ অন্তত একটি আমেরিকান পরিবারও পাই তাহলে এটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় উদ্ধার কর্যক্রম। “
উদ্বিগ্ন নাগরিকদের তাদের স্থানীয় এলাকায় তহবিল উত্থাপন প্রচেষ্টার আয়োজন করা উচিত। এছাড়া তারা একটি বৃহদ সম্প্রদায় চালনার জন্য নেতৃত্ব গঠনে বিশিষ্ট গির্জা,নাগরিক ও শিক্ষাগত দলের সভা আহ্বান করতে পারে।
প্রত্যেকের জাতীয় গণমাধ্যম প্রচারাভিযানের জন্য বিনামূল্যে সময় ও স্থান নির্ধারনে তাদের স্থানীয় গণমাধ্যমে যোগাযোগ করা উচিত।
তাদের এলাকার মূল সমর্থকদের সাথে ল্যান্সিং এর জাতীয় সদর দপ্তর একাধিক ব্যক্তি বা গোষ্ঠীকে সজ্জিত করতে পারে সেই সাথে স্থানীয় তহবিল উত্থাপন প্রচেষ্টাকে সহায়তা করতে পেশাগতভাবে একে উপকরণ হিসেবেও তৈরি করতে পারে।
গুরুত্বপূর্ণ তথ্য
প্র: অবদান শুল্কমুক্ত আছে কি?
উ: হ্যাঁ।আপনার বাতিল করা প্রাপ্ত চেক রশিদ হিসেবে সংরক্ষন করুন।
প্র: কে তহবিলের অর্থ বন্টন নির্ধারন করে?
উ: মি. বোলস. রিপ. ড্রিন্যান, রিভ. জ্যাক, মি. প্লাইম্যাট এবং মি. পোদ্দার সমন্বয়ে গঠিত একটি অর্থ কমিটি প্রয়োজন এবং ব্যবহারের সামর্থ্য অনুযায়ী তহবিলের অর্থ বন্টন করে।
প্র: প্রশাসনিক খরচ এবং তহবিল সংগ্রহের খরচগুলো কী?
উ: উপরস্থ প্রশাসনিক উত্থাপিত তহবিল ২% এরও কম। ল্যান্সিং এর জাতীয় সদর দপ্তরে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে নিযুক্ত হয় এবং তহবিল উত্থাপনের মোট খরচ ১০% এর নিচে রাখা হয়।
প্র: প্রত্যয়িত আর্থিক বিবৃতি কি সঙ্গে পাওয়া যাবে?
উ: হ্যাঁ। ২৫ ডলার বা তার বেশি কোন অবদানকারী প্রত্যয়িত আর্থিক বিবৃতির একটি কপির জন্য অনুরোধ করতে পারেন।