You dont have javascript enabled! Please enable it! 1971.10.25 | পাইপের শহরে দশ দিন | বাংলাদেশ নিউস লেটার - সংগ্রামের নোটবুক
শিরোনাম  সূত্র তারিখ
পাইপের শহরে দশ দিন বাংলাদেশ নিউস লেটার ২৫ অক্টোবর, ১৯৭১

পাইপের শহরে দশ দিন
ওয়াশিংটন ডিসির লাফায়েত পার্ক আমাদের শতাব্দীর সবচেয়ে বড় দুর্বিপাককে উপহাস করার একটি সুযোগ পেয়েছে।পার্কে একটি ক্ষুদ্র শরণার্থী শহরের উদ্ভব হয় যা ওয়াশিংটনের নাগরিকদের নিকটে ভারতের শরণার্থী ক্যাম্পের সাথে সাদৃশ্যমান মনে হয়।পূর্ব বাংলার ফিলাডেলফিয়ার বন্ধুদের দ্বারা এবং ঐ অণ্ঞলের কিছু সংখ্যক বাংলাদেশী গ্রুপের সমর্থনে ১৪ অক্টোবর থেকে দশ দিনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ড্রেন পাইপের সারি স্থাপন করা হয়।নাটকীয় এই উদ্বস্তুু পরিস্থিতি ওয়াশিংটনের জনসাধারন ও প্রেস এর দৃষ্টি আকর্ষন করে।নিউইয়র্ক,ফিলাডেলফিয়া,বল্টিমার এবং বেটসন থেকে উল্লেখযোগ্য সংখ্যক স্বেচ্ছাসেবক দশ দিনের এই কর্মসূচিতে যোগদানের জন্য ওয়াশিংটনে হাজির হয়।
১৬ অক্টোবর শনিবার তারা কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তান দূতাবাসে যাত্রা করে,রবিবার একটি ধর্মীয় স্মারক পত্র প্রদান করে এবং সোমবার সিনেটে একদল তদবির করে।

এই দশদিন ক্যাম্প পরিচালক কর্তৃক শরণার্থী ক্যাম্প চলতে থাকে।ডিক টেইলর যিনি পাকিস্তান আর্মি কর্তৃক পরিচালিত জাহাজ পদ্মা অবরোধ সংগঠিত করেন। ডেভিড হার্টসোফ এবংবিল মোয়ার ডিক টেইলরকে সহযোগিতা করেন।