You dont have javascript enabled! Please enable it! 1971.08.21 | কানাডায় অনুষ্ঠিত এশীয় সম্মেলনে মার্কিন নাগরিকদের বিবৃতি সূত্র | বাংলাদেশ ডকুমেন্টস - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
কানাডায় অনুষ্ঠিত এশীয় সম্মেলনে মার্কিন নাগরিকদের বিবৃতি সূত্র বাংলাদেশ ডকুমেন্টস ২১ আগষ্ট, ১৯৭১

কানাডার টরন্টোতে দক্ষিণ এশিয়া সম্মেলনে আমেরিকান নাগরিকদের দ্বারা বিবৃতি, আগস্ট ২১, ১৯৭১
আমরা, টরন্টোতে দক্ষিণ এশিয়া কনফারেন্সে (আগষ্ট ১৯-২১, ১৯৭১) উপস্থিত, নিম্নে স্বাক্ষরকারী যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্টের সরকারকে নিন্দা জানাই তাদের সেনাবাহিনী ও অর্থনৈতিক সহায়তা পশ্চিম পাকিস্তানিদের জন্য অব্যাহত রাখায়। এই সাহায্য দক্ষিণ এশিয়ায় শুধু সহিংসতাই বড়াবে। এটা আমেরিকার জাতীয় স্বার্থ পরিপন্থী। এটি বিশ্বের নৈতিকতা লঙ্ঘন করে।
আমরা আমাদের সরকারের উপর চাপ প্রদান করছি যাতে তার বর্তমান পথ পরিবর্তন হয় এবং Concern- এর টরন্টো ঘোষণাপত্রের সুপারিশ অনুসরণ করে।
স্বাক্ষর –
জনাব টমাস এ ডাইন, মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেটর ফ্রাঙ্ক চার্চ নির্বাহী সহকারী.
প্রফেসর রবার্ট দর্ফ্ম্যান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়.
ডঃ জন রোহডে, হার্ভার্ড মেডিকেল স্কুল.
মিসেস কর্নেলিয়া এফ রোহডে, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিশন.
ডাঃ হান্না পাপানেক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়.
প্রফেসর স্টেনেলে ওলপার্ট, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়.
অধ্যাপক গুস্তাভ পাপানেক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়.
জনাব হোমার জ্যাক, সচিব, ইন্টার্নেশাল রিলিজিয়ান ফর পিছ.
জনাব হরম্যান ডাহল, ফোর্ড ফাউন্ডেশন.