You dont have javascript enabled! Please enable it!
     শিরোনাম    সূত্র        তারিখ
বাংলাদেশের জন্য তহবিল গঠন ও চাঁদা আদায়ের আহবানঃ বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষে জনাব মুহিতকে চিঠি ।  ………… ২৬ জুলাই, ১৯৭১

ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়
পদার্থবিজ্ঞান বিভাগ
সোয়াইন হল, ১১৭-পশ্চিম
ব্লোমিংটন, ইন্ডিয়ানা ৪৭৪০১।
জুলাই ২৬, ১৯৭১ টেলিঃ ৮১২-৩৩৭-৩৭০৯
মুহিত,
পূর্ব পাকিস্তানে যা হচ্ছে সেটি আপনি জানেন। লাখো মানুষ গৃহহীন হয়েছে এবং হাজারো গ্রাম মিশিয়ে দেয়া হয়েছে। ভারতে প্রায় সত্তর লক্ষ শরনার্থী রয়েছে এবং এদের অনেকেই কলেরায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এক থেকে তিনকোটি মানুষ অনাহারে ভুওগছে। এমন কি
এই শান্ত মধ্য পশ্চিমা সম্প্রদায় খুব উদ্বিগ্ন এবং একটি স্থানীয় কমিটি হয়ে গেছে ছাত্র, ডীন, ৩-৪ টি বিভাগের প্রধানদের নিয়ে। আমাদের আবেদনপত্র এবং সংবাদপত্রের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে।
যদি সম্ভব হয় তবে ঐ রকম একতি কমিটি গঠন করুন এবং সম্প্রদায়ের মধ্যে তহবিল গঠন করুন। প্রকাণ্ড মাত্রার এই দুর্ভিক্ষ থামাতে এবং.খাদ্য ও পোশাকের জন্য প্রচুর পরিমানে অর্থ প্রয়োজন। আপনি যদি সাহায্য করতে চান তবে ঐরুপ একটা সংগঠন চালু করে এবং আমাদের আবেদন পত্র ব্যবহার করে সংবাদপত্র, গীর্জা প্রতিষ্ঠানের মাধ্যমে তহবিল সংগ্রহ করুন। “দ্যা বাংলাদেস এসোসিয়েশন” একটি নিবন্ধিত সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। এটি সরাসরি সংযুক্তঃ
১) অক্সফাম, ব্রিটিশ ত্রান সংস্থা
২) ভারত সরকার
৩)বাংলাদেশের অস্থায়ী সরকার
আপনি একটি তহবিল বৃদ্ধিকারী প্রচারণা সংগঠিত করতে পারেন, এই অ্যাসোসিয়েশন আপনাকে একটি উপযুক্ত রসিদ বই সরবরাহ করবে।আমি ব্যক্তিগতভাবে এই সংগঠন খুব ভাল জানি।
আপনার বিশ্বস্ত
এফ. বারী মালিক
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!