You dont have javascript enabled! Please enable it!
     শিরোনাম       সূত্র     তারিখ
পররাষ্ট্র সচিবের মাধ্যমে শেখ মুজিবের প্রতি অনুকম্পা প্রদর্শনের জন্য যৌথ  আহবানঃ কংগ্রেস সদস্য মিঃ ব্রেডফোর্ড মর্স- এর চিঠি প্রতিনিধি পরিষদের সদস্যদের  পত্রাবলী ২৩ জুলাই, ১৯৭১

মার্কিন যুক্তরাস্ট্রের কংগ্রেস
প্রতিনিধিদের লোকসভা
ওয়াশিংটন ডি.সি.২০৫১৫
২৭ জুলাই, ১৯৭১
প্রিয় সহকর্মীবৃন্দ,
সম্প্রতি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের একটি সাক্ষাৎকার অনুযায়ী, পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমানকে পরিবর্তন করা হবে। প্রতিবেদন অনুযায়ী সামরিক আদালত গোপনে মৃত্যুদন্ড বহাল রেখে ধারা ঘোষণা করতে যাচ্ছে।
রাজ্য সচিব প্রস্তাব রাখেন যে, পাকিস্তান সরকার শেখ মুজিবের প্রতি সমবেদনা প্রকাশ করবে।
এই পত্রখানি যদি আপনি সচিব- রজারের কাছে পৌছাতে আমাকে সাহায্য করতে চান তাহলে আমি আপনাকে বিল মেনক এর সাথে ৩০ জুলাই শুক্রবার দেখা করতে অনুরোধ করছি।

আপনার বিশ্বস্ত,
এফ। বেডফোর্ড মোর্স
কংগ্রেস সদস্য
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!