You dont have javascript enabled! Please enable it! 1971.06.03 | পাকিস্তানে সামরিক সাহায্য বন্ধের প্রচেস্টায় সিনেটর ডব্লিউ.এফ.মন্ডেল | সিনেটরদের পত্রাবলী - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
পাকিস্তানে সামরিক সাহায্য বন্ধের প্রচেস্টায় সিনেটর ডব্লিউ.এফ.মন্ডেল সিনেটরদের পত্রাবলী ৩ জুন, ১৯৭১

ওয়াল্টার মন্ডেল
মিনেসোটা

ইউনাইটেড স্টেইটস সিনেট
ওয়াশিংটন,ডি.সি. ২০৫১০

ডঃ.ডি.নালিন জুন ৩,১৯৭১
হার্ভার্ড মেডিকেল কলেজ
ক্যামব্রিজ,ম্যাসাচুসেটস

জনাব ডঃ নালিন,
পূর্ব পাকিস্তানের ট্র্যাজেডি সংক্রান্ত ব্যাপারে চিঠির জন্য ধন্যবাদ।
এই সমস্যার আশু সমাধানের জন্য খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।পাকিস্তানের বিবাদ মিটবার আগ পর্যন্ত ইউ এস অস্ত্র চালানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছি।
বাংলাদেশে সমসাময়িক আরও একটি জরুরি অবস্থা ভয়াবহ দূর্ভিক্ষের মোকাবেলার জন্যও পুর্ব প্রস্তুতি প্রয়োজন।এই সমস্যার প্রতি উপেক্ষা আমাকে মর্মাহত করেছে এবং আমি প্রশাসনের প্রতি আহব্বান জানাচ্ছি অতিসত্বর ত্রানের প্রয়োজনীয়তার পরিমান নির্ধারন করে দৃঢ় পদক্ষেপ নিতে।
আরও একবার আপনার উদ্বেগ আর সমর্থন প্রকাশের জন্য ধন্যবাদ।পাকিস্তানের বিপর্যয় ঠেকানোর ব্যাপারে আমার পক্ষে যতটুকু করা সম্ভব সামনের দিনগুলোতেও আমি সেটা অব্যাহত রাখব।
উষ্ণ শুভেচ্ছায় বিনীতভাবে
ওয়াল্টার.এফ.মন্ডেল