You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকার পাকিস্তান পরিণতির উপর রাখার আশ্বাস ডঃ নালিনকে লিখিত সিনেটর এডওয়ার্ড কেনেডির চিঠি | সিনেটরদের পত্রাবলী - সংগ্রামের নোটবুক
শিরোনাম সুত্র তারিখ
বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকার পাকিস্তান পরিণতির উপর রাখার আশ্বাস ডঃ নালিনকে লিখিত সিনেটর এডওয়ার্ড কেনেডির চিঠি সিনেটরদের পত্রাবলী ২৬ মে, ১৯৭১

এডয়ার্ড.এম.কেনেডি
ম্যাসাচুসেটস.

ইউনাইটেড স্টেইটস সিনেট
ওয়াশিংটন,ডি.সি. ২০৫১০

ডঃ ডেভিড.আর.নালিন মে ২৬,১৯৭১
হার্ভার্ড মেডিক্যাল ইউনিট
বোস্টন সিটি হসপিটাল
৮১৮ হ্যারিসন এভিনিউ
বোস্টন,ম্যাসাচুসেটস ০২১১৮
জনাব ডাক্তার নালিন,
পূর্ব পাকিস্তানের উপরে নেমে আসা দুঃখজনক ঘটনা নিয়ে আপনার সুচিন্তিত বক্তব্য পেশ করে পত্র প্রেরনের জন্য ধন্যবাদ।
উদ্বাস্তুদের জুডিশিয়ারি সাবকমিটির চেয়ারম্যান হিসেবে,পূর্ব পাকিস্তানের বেসামরিকভাবে সংঘটিত যুদ্ধের কারণে মানবিক সঙ্কটে আমি বরাবরই পাশে আছি।আমি আপনাদের এই উদ্বেগের কারন বুঝতে পারছি এবং আপনাকে এই বিষয়ে আশ্বস্ত করতে পারি যে এই ক্রমবর্ধমান সমস্যার ব্যাপারে আমি কিংবা আমার সাবকমিটির এখনও অনেক কিছু বলার বাকি আছে।

পূর্ব পাকিস্তানের এই পটভুমির উপরে আপনার অগ্রগামী ভুমিকা প্রশংসাযোগ্য।আমরা এই ব্যাপারে আমেরিকার জড়িত থাকার বিষয়টি ও এর ধরন সম্পর্কে তদন্ত অব্যাহত রাখব।

পত্র প্রেরনের জন্য এবং নেপথ্য তথ্যের জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ।আমি আমার সেক্রেটারিকে পূর্ব পাকিস্তানের ব্যাপারে আমার বিবৃতির অনুলিপি সংগ্রহের জন্য নির্দেশনা দিয়েছি।

অনুলিপি বিনীত
এডওয়ার্ড.এম.কেনেডি