You dont have javascript enabled! Please enable it! 1971.05.11 | নিউইয়র্ক টাইমস সিডনী সেনবার্গকে লিখিত মিঃ জন রোডের চিঠি - সংগ্রামের নোটবুক
শিরোনাম  সূত্র  তারিখ
নিউইয়র্ক টাইমস সিডনী সেনবার্গকে লিখিত মিঃ জন রোডের চিঠি ১১ মে, ১৯৭১

নিউইয়র্ক টাইমস প্রতিনিধি সিডনি সেনাবার্গকে লিখিত মি. জন রোডের চিঠি। তারিখ ১১মে,১৯৭১
৪০০৫ এভারিট স্ট্রিট
কেনসিংটন,মেরিল্যান্ড ২০৭৯৫। মে ১১,১৯৭১
জনাব সিডনি সেনাবার্গ
নিউইয়র্ক টাইমস
দিল্লী
প্রিয় সিডনি সেনাবার্গ,
গত ডিসেম্বরের সাইক্লোনের পর মনপুরার ওপর লেখা তোমার নিবন্ধটি পাঠানোর জন্য ধন্যবাদ জানানো মূলত আমার কাছে কালক্ষেপণ। ত্রাণ কার্যক্রম পরিচালনার প্রচেষ্টার সময় আমাদের কাছে কথা রাখা একমাত্র সাংবাদিক হিসাবে তোমার কুখ্যাতি আছে।৩০ডিসেম্বরের নিবন্ধটি পূর্বপাকিস্তানের পরিস্থিতির উপর আগামীকালের সভায় আমার সাক্ষ্যের অংশ হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সামনে উপস্থাপিত হবে।
এই বিভ্রান্তিকর সময়ের ভেতরেও তোমাকে লেখার কারণ হচ্ছে তোমার বর্তমান চমৎকার সাংবাদিকতার প্রভাব সম্পর্কে জানানো ও তোমাকে আরও লেখা পাঠানোর জন্য উৎসাহিত করা।
৯ই জুন তুমি তোমার বিবৃতি এনওয়াইটি(NYT) তে মালিয়াম ব্রাউনের পরেই সন্নিবেশিত করেছ।দুঃখের বিষয় হচ্ছে সেখানে কোথাও শরনার্থীদের বিষয়টির বাস্তবিক অবস্থা তুলে ধরা হয় নি এবং পূর্বপাকিস্তানের অবস্থা সম্পর্কে সেখানে কিছুই উল্লেখ নেই।সভায় সভাসদেরা জোর দিয়ে বলেছে ব্রাউন পাকিস্তানিদের দারাপ্রতিপালিত হচ্ছে। তুমি হয়ত জানো এখানে সত্য বলার মতো তেমন কেউ নেই।সরকারি কর্মচারীদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে এবং খুব অল্পসংখ্যক লোকই আছি আমরা যারা এখানে ঘটনার সাক্ষী। স্কট বচারের মতো লোক যার সাথে তুমি ২৫তারিখে কথা বলেছিলে তার এখানে কিছু বলার মতো অবস্থান নেই।সভায় তোমার রিপোর্ট খুবই গুরুত্বের সাথে দেখা হয়েছে এবং এটিও একটি কারণ। পাকিস্তানিরা বাঙালিদের কোনা সাগায্য দিতে পারছে না এবং দিচ্ছে না এটা প্রমাণ করার জন্য আমি আমার সাক্ষ্যের সাথে তোমার ৩০তারিখের আর্টিকেল সংযুক্ত করেছি।আমি এবং আমার স্ত্রী প্রচুর চেষ্টা করছি কিন্তু এটি আসলে একটি ক্ষুদ্র পরিসর। আমরা saxb(R-ohio) এবং church ( D-idaho) এর দ্বিদলীয় সহযোগীতায় সিনেট এবং হোয়াইট হাউজ উভয়ের সাপেক্ষে আন্তর্জাতিক সাহায্য আইনে সংশোধনী আনতে সক্ষম হয়েছি।কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পূর্বপাকিস্তানে আন্তর্জাতিক ত্রাণ সাহায্য কার্যকর করা ও তাদের পূনর্বাসিত করা না হচ্ছে ততক্ষণ সকল সাহায্য বন্ধ থাকার বিষয়ে প্রণীত আইনের সম্পর্কে টাইমস পত্রিকায় তুলে ধরা হয় নি। আমাদের চাপ সৃষ্টি করতে হবে।ব্রাউনের পাকিস্তানের পক্ষে ওই আবর্জনা লেখালেখি কোনো কাজে আসবে না।
বাংলার বাইরে থেকে আমরা অনেক ভালোমানের ত্রাণসামগ্রী পাচ্ছি যা আমাদের অবস্থান তৈরী করতে সাহায্য করছে কিন্তু সবাইকে আরও প্রভাবিত করার জন্য আমাদের ব্যাপক প্রচারণা চালানো প্রয়োজন। আমরা ধারনা করছি একমাসের মধ্যে আমরা হয় আরও সামনে এগুবো নয়ত আরো ব্যাপক দুর্ভিক্ষের মধ্যে পরব। আমরা অবশ্যই আশা করব তুমি নিয়মিত শরণার্থীদের ভৌগলিক অবস্থান এবং তাদের উপর সামরিক বাহিনীর আচরণ সম্পর্কিত নিবন্ধ পাঠাবে যাতে আমেরিকা সাহায্য পাঠাতে থাকলেও কনগ্রেস এর সম্পর্কে অবহিত থাকে।
স্পষ্ট ভাবেই দেখা যাচ্ছে যে কনগ্রেস সদস্য গালাঘর ২জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে ছিলেন এবং তিনি আমেরিকাকে একটি অবস্থান নেওয়ানোর জন্য কাজ করে যাচ্ছেন কারণ সেখানকার অবস্থা দেখে ও জেনে তিনি আতংকিত হয়ে ফিরে এসেছেন। দুর্ভাগ্যজনকভাবে এর মীমাংসার জন্য আমেরিকার নির্বাচিত প্রতিনিধির আক্রান্ত এলাকা পরিদর্শন ও প্রচার করতে হবে যা এখনো করা হয় নি যদিও রাউটার টেপে তথ্য মুদ্রিত হয়েছে এবং অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে।
এই সাইক্লোনের স্ময় তোমার নিবন্ধগুলো পূর্বপাকিস্তানের হাজারো মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তুমি যা করছ তা চালিয়ে যাওয়ার জন্য এবং তা অনুধাবন করার জন্য তোমাকে অনুপ্রাণিত করছি। যদিও আমরা দুজনেই পূর্বপাকিস্তানে চলমান মর্মান্তিক পরিস্থিতি সম্পর্কে পূর্ণ সজাগ কিন্তু কংগ্রেস এবং জনগণ এর সম্পর্কে জানতে পারছে না।
শুধুমাত্র নিয়মিত এর উপর প্রতিবেদন পাঠ করলেই তারা সমস্যাটির পরিধি অনুধাবন করতে পারবে এবং এই মর্মান্তিকতা প্রশমনে আমেরিকার ভূমিকা কি হতে পারে তার সম্পর্কে ধারণা করতে পারবে যা ইতোমধ্যেই প্রক্রিয়াধীন আছে।
ক্যান্ডি এবং আমি তোমাকে শুভেচ্ছা জানাই এবং আশা করি আমরা শীঘ্রই তোমার সাথে দিল্লী সফরে মিলিত হব।
সে পর্যন্ত ভালোবাসা
জন রোড