শিরোনাম | সূত্র | তারিখ |
ডাক্তার নালীন ও মিসেস এবি টেইলর কর্তৃক প্রেসিডেন্ট নিক্সন এর পাকিস্তানে সাহায্য বন্ধের আহ্বান | ডাঃ নালিন,মিসেস এনা ব্রাউন টেইলর (হাভার্ড মেডিকেল স্কুল) | ৮মে,১৯৭১ |
হার্ভার্ড মেডিকেল স্কুল- মেডিসিন বিভাগ
বোস্টন সিটি হাসপাতাল
৮১৮ হ্যারিসন এভিনিউ
বোস্টন, ম্যাসাচুসেটস ০২১১৮
এরিয়া কোড ৬১৭ ৪২৪
৮ মে, ১৯৭১
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি,
রিচার্ড এম নিক্সন,
হোয়াইট হাউস,
ওয়াশিংটন ডিসি.
মাননীয় রাষ্টপতি,
আমেরিকার সাহায্যকৃত টাকা এবং অস্ত্র পশ্চিম পাকিস্তানিদের দ্বারা ব্যবহৃত হচ্ছে পুর্ব পাকিস্তানিদের গনহত্যায় এবং তাদের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নেতাদের হত্যাকাণ্ডে বিলিয়ন ডলারের মার্কিন সাহায্য ধ্বংস করা হচ্ছে। দুর্ভিক্ষের কারনে মৃত্যুর সম্মুখীন হচ্ছে লক্ষ লক্ষ মানুষ যারা সামরিক হত্যাকান্ড থেকে বেঁচে গিয়েছে।
আপনার কাছে আবেদন করছি-
(১) সকল অস্ত্রের উপর নিষেধাজ্ঞা দিয়ে পাকিস্তানি গণতন্ত্র উদ্ধার করুন এবং সাহায্য করুন ঠিক যেভাবে আমরা ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় করেছিলাম। যার ফলে সে যুদ্ধ থেমে গিয়েছিল। এটাই এখন পারে এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধ করতে।
(২) দুর্ভিক্ষ প্রতিহত করতে আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ ব্যবহার করে মজুদে থাকা শস্য সরবরাহ করুন এবং রেডক্রসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ এবং উদ্বাস্তুদের পরিচর্যার ব্যাবস্থা করুন।
(৩) জাতিসংঘের সাথে এই সংকটের মোকাবেলায় একটি আলোচনা শুরু করার জন্যে আমাদের পক্ষ থেকে আপনাকে সম্মানের সাথে ধন্যবাদ জানাই।
স্বাঃ / –
ডঃ ডেভিড আর নালিন
স্বাঃ / –
মিসেস আনা ইসলাম টেলর