শিরোনাম | সূত্র | তারিখ |
ওয়াশিংটনে পাকিস্তান চ্যান্সারির সম্মুখে অনুষ্ঠিতব্য বিক্ষোভের সংবাদ | ফ্রেন্ডস অব বাংলাদেশ | ৬ মে, ১৯৭১ |
৪৯০ ফ্রাঙ্কলিন স্ট্রিট,
কেমব্রিজ, ম্যাস ০২১৩৯
৬ মে, ১৯৭১
সম্পাদক, সিটি ডেস্ক,
এই সংযুক্তিগুলো পাকিস্তান চ্যান্সারী, শেরীডন সার্কেল, ম্যাস অ্যাভিনিউ, ওয়াশিংটন ডিসি এর সম্মুখে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য বিক্ষোভের পটভূমি ব্যাখ্যা করবে।
বিক্ষোভের মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকান অস্ত্র ও আর্থিক সহায়তায় সংঘটিত সামরিক হত্যাকাণ্ড এবং নৃশংসতা এবং পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) আসন্ন দুর্ভিক্ষের মুখে সরকারের নিষ্ক্রিয় অবস্থানের প্রতিবাদ।
বিক্ষোভে অনশন এবং জাগরণ করা হবে মিসেস আনা ব্রাউন টেইলর এর নেতৃত্বে, যিনি বেলসেন বুরগেন কন্সেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরেছেন, পাকিস্তানে তিন বছর অতিবাহিত করেছেন এবং এখন “ফ্রেন্ডস অফ বাংলাদেশ” এর সমন্বয়কারী। এই অনশন এবং জাগরণ ১০-১৫ দিন স্থায়ী হবে।
আরও তথ্যের জন্য আপনি ওয়াইডব্লিউসিএ, ১৭ স্ট্রিট, ওয়াশিংটন এ তার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ফোন করতে পারেন ডঃ ডেভিড নালিন ৬১৭-৪৯২-২৪৪৫ বা ৪২৪-৫৩২৫ (হার্ভার্ড মেডিক্যাল সার্ভিস, বোস্টন সিটি হাসপাতাল)।
ফ্রেন্ডস অফ বাংলাদেশ
বোস্টন