বােমা বােমা বােমা
নির্বাচনী প্রহসন খতম ১লা নভেম্বর রাত্রে ঢাকায় নির্বাচনী কমিশনের অফিসে মুক্তিবাহিনীর গেরিলারা প্রচণ্ড বােমা বিস্ফোরণ ঘটিয়েছে। ফলে এক ব্যক্তি নিহত হয়েছেন। বােমা বিস্ফোরণের পর নির্বাচন অফিসের কাজ বন্ধ হয়ে গেছে।
জয়বাংলা (১) ১: ২৬
৫ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯