You dont have javascript enabled! Please enable it! 1971.04.12 | পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে পূর্ব পাকিস্তানের জনগণের ওপর নির্যাতনের প্রতিবাদে আমেরিকান ফ্রেন্ডস অব পাকিস্তান | ওয়াশিংটন পোষ্ট - সংগ্রামের নোটবুক
শিরোনাম সুত্র তারিখ
পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে পূর্ব পাকিস্তানের জনগণের ওপর নির্যাতনের প্রতিবাদে আমেরিকান ফ্রেন্ডস অব পাকিস্তান ওয়াশিংটন পোষ্ট ১২ এপ্রিল, ১৯৭১

১২ই এপ্রিল, ১৯৭১ এ প্রকাশিত, আমেরিকান ফ্রেন্ডস অব পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে একটি আবেদন

 

মহামান্য রাষ্ট্রপতিঃ

 

এদেশে যে সকল রিপোর্টগুলো পৌছেছে তাতে সন্দেহের কোন অবকাশ নেই যে পাকিস্তান সরকার শান্তিপূর্ণ আলোচনা এবং পূর্ব পাকিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়া পরিত্যাগ করেছে এবং এর নিজের জনগণের একটি বড় অংশকে সামরিক বাহিনী দ্বারা আয়ত্বে আনতে চেষ্টা করছে। এই পর্যায়ে এটি নিরস্ত্র মানুষের বিরুদ্ধে ট্যাংক, প্লেন ও অস্ত্র ব্যবহারসহ, আক্ষরিক অর্থে হাজার হাজার লোককে হত্যা করে আধুনিক যুদ্ধের আতংক ছড়াচ্ছে।

 

     বহিরাগতরা পাকিস্তান সরকারের চরম সমস্যা ও উদ্বেগে সহানুভুতিশীল হতে পারে, কিন্তু যখন সে নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে তখন তারা নিরব থাকতে পারে না। আমরা বিশ্বাস করি যে, একটি জনগোষ্ঠি যারা সর্বসম্মতভাবে পূর্ব পাকিস্তানের জনগণ হিসেবে কথা বলেছে এবং যাদের চাওয়া এত যুক্তিসংগত তাদের উপর, অস্ত্র ব্যবহার করে নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার অধিকার কোন সরকারের নেই।

 

     আমরা সবাই বহু বছর ধরে পাকিস্তানের সমস্যা এবং একটি ভালো জীবন যাপনের জন্য পশ্চিম ও পূর্ব উভয় অংশে এর জনগণের সংগ্রাম নিয়ে উদ্বিগ্ন। আমরা একটি আরো উন্নত জীবনের দিকে ও গনতন্ত্রের দিকে হওয়া অগ্রগতিতে উৎসাহীত হয়েছি। কিন্তু আমাদের আশংকা যে পাকিস্তান সরকারের বর্তমান কার্যধারা শুধুমাত্র দূর্যোগ ডেকে আনতে পারে। মানবতার খাতিরে এবং আপনাদের দেশের প্রতি ভালবাসা থেকে, সব হারানোর আগেই একটি যুদ্ধবিরতির ব্যবস্থা করার জন্য এবং যত দ্রুত সম্ভব পূর্ব পাকিস্তানে বৈধ ও প্রতিক্রিয়াশীল সরকার পুনঃস্থাপন করার জন্য আপনাদের কাছে আমদের অনুরোধ।

 

ড. ফ্রাংক, সি. চাইল্ড                       ড. এডওয়ার্ড এস. ম্যাসন

ড. এডউইন এইচ. ক্লার্ক (২য়)                জনাব জন ডাব্লিউ. মিলর

ড. পল জি. ক্লার্ক                          ড. গুস্তাভ এফ. পাপানাক

ড. জেমস কোলম্যান                         ড. হান্না পাপানাক

ড. এডওয়ার্ড সি. ডিমোক, জুনিয়র                  ড. স্টিফেন এইচ রোবক

ড. রবার্ট ডর্ফম্যান                      ড. পিটার রজার্স

ড. ওয়াল্টার পি. ফ্যালকন                    ড. জেমস এ. এফ. স্টোনার

ড. জন সি. এইচ. ফেই                      ড. জন ডাব্লিউ . থমাস

ড. রিচার্ড ডাব্লিউ. গ্যাবেল                    ড.  ডি. ওয়েন থম

ড. রবার্ট গুমার                        ড. বারবারা ওয়ার্ড (লেডি জ্যাকসন)

ড. গ্যারি হুফবুর                       ড. স্ট্যানিস্লউ ওয়েলিজ

ড. জন আইজ্যাক                      ড. উইনস্টোন ডাব্লিউ. ভেটেল

ড. কিরোমিতসু কানেডা                  ড. জেরম বি. ভিজার

ড. মোউরিক ডি. কিলব্রিজ                    ড. ওয়েইন উইলকক্স

ড. স্টিফেন আর. লুইস জুনিওর

 

     অনুসন্ধান, প্রস্তাবনা, অনুদানের জন্য আমেরিকান ফ্রেন্ডস অব পাকিস্তানের কাছে লিখুন। ৮১, কিবার্ন রোড। বেলমন্ট, মাস ০২১৭৮