You dont have javascript enabled! Please enable it! 1971.12.17 | কংগ্রেস সদস্য পল ম্যাকক্লস্কির ৩ দফা | প্রতিনিধি পরিষদের কার্যবিবরণী - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
কংগ্রেস সদস্য পল ম্যাকক্লস্কির ৩ দফা প্রতিনিধি পরিষদের কার্যবিবরণী ১৭ ডিসেম্বর, ১৯৭১

১৭ ডিসেম্বর, ১৯৭১ কংগ্রেশনাল কার্যবিবরণী-মন্তব্য সংযোজন ই১৩৭১৪
কংগ্রেস প্রণীত ভারত ও পাকিস্তান সহায়তা
জনাব, ম্যাকক্লস্কি। মাননীয় স্পিকার, আজ, ১৯৭১ সালে শেষ সভা হিসেবে, কংগ্রেস ভারত ও পাকিস্তানে উদ্বাস্তুদের সহায়তায় একটি উপযোজন বিল প্রনয়ন করেছে।
বাস্তব প্রেক্ষিতে নিক্সন প্রশাসন আজ বঙ্গোপসাগরে রাজনৈতিক শক্তির অন্বেষণ করছে, এবং প্রশাসন বিশেষ প্রেক্ষিতে গত ৯ মাস ধরে পূর্ব পাকিস্তানী নেতাদের কৌশলগত ফাঁসিকে কেন্দ্র করে আবৃত বাস্তবতাগুলোকে স্বেচ্ছাকৃত আড়াল করছে, আমি মনে করি এই উপযোজনকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের বৈদেশিক পরিচালনা নীতি পরিবর্তনে সুপারিশ করা আমাদের উপর আরোপিত হয়।
আমি, অতএব, যুক্তরাষ্ট্র ক্রিসমাস অনুষ্ঠানে পূর্ব পাকিস্তানের জনগণের জন্য তিন দফা ঘোষণা করব।
প্রথম। নতুন জাতি হিসেবে আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দেয়া উচিৎ, সাথে আশা থাকবে যে এক বছর আগে স্বাধীনভাবে নির্বাচিত পূর্ব পাকিস্তানের বেঁচে থাকার লড়ায়ে টিকে থাকা নেতারা নতুন জাতির জন্য একটি গণতান্ত্রিক সরকার গঠনে তাদের ঘোষিত কার্যক্রম পরিচালনা করতে পাড়বে।
দ্বিতীয়। সামরিক বাহিনী পাঠানোর পরিবর্তে আমাদের উচিৎ বাংলাদেশের জনগণকে সাহায্য করতে বঙ্গোপসাগরে খাদ্য ও চিকিৎসা তরী পাঠানো। বর্তমান সময়ে, চিকিৎসা তরী, ইউ এস এস, সাঙ্কচুয়ারি, ক্যালিফোর্নিয়ার মারে দ্বীপে পরবর্তী যাত্রার জন্য অপেক্ষা করছে। আমি বাংলাদেশে পারমানুবাহী সরঞ্জাম ও শক্তিবাহিনীবাহী অন্যান্য তরীর স্থলে সাঙ্কচুয়ারিকে পাঠানোর পরামর্শ দিব।
তৃতীয়। শেখ মুজিব ও অন্যান্য পূর্ব পাকিস্তানী নেতাদের মুক্তি দিতে ও পশ্চিম পাকিস্তানী বাহিনীকে, যারা কেবলই আত্মসমর্পণ করেছে, স্বদেশে প্রত্যাবর্তনের জন্য পাকিস্তানের উপর সম্ভাব্য সকল চাপ প্রয়োগ করা উচিৎ আমাদের।
যুদ্ধে, পশ্চিম পাকিস্তানের অসভ্য নিপীড়ন ও গণহত্যায় আমাদের মৌন সম্মতি যার সূচনায় ভূমিকা রাখে, ভারতের আগ্রাসনের ব্যাপারে নিন্দা করার পরিবর্তে আমাদের উচিৎ একটি নতুন গণতান্ত্রিক সরকারকে সমর্থন জানানোর এবং পুনরায় কোন রক্তপাত ছাড়া উভয় পক্ষের সকল বন্দী বিনিময়ের চেষ্টা করা। অস্ত্র পাঠানোর পরিবর্তে আমাদের উচিৎ খাদ্য ও চিকিৎসা সরবরাহ ও সুবিধা পাঠানো, বিশেষভাবে এই ক্রিসমাসের সময়ের প্রেক্ষিতে আমরা যেখানে আমেরিকায়, বিপুল সমৃদ্ধির জন্য ধন্যবাদ জ্ঞাপন করা।
পরিশেষে, কংগ্রেসকে আমাদের উচিৎ পরামর্শ দেয়া যে, প্রশাসনের বাস্তব সত্য আড়াল করাতে মৌন সম্মতি আর না দেয়, যা এই শাসনতন্ত্রের অধীনে আমাদের নিজস্ব কংগ্রেশনাল দায়িত্ববোধের জন্য অপরিহার্য। স্টেট ডিপার্টমেন্টের এই ধারাবাহিক অস্বীকৃতি এই শাসনতন্ত্রের অধীনস্থ দায়িত্ববোধের কংগ্রেসকে প্রদান করে। গণহত্যা ব্যাপারে, যা পূর্ব পাকিস্তানে শুরু হয়েছিল গত মার্চ মাসে, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনয়নে এক মর্মান্তিক বিলম্বের ঘটনা ঘটে, যা অসমর্থনীয় ছিল এবং আছে।