You dont have javascript enabled! Please enable it! 1971.11.04 | ঢাকা থেকে পাক মেজর অপহৃত - সংগ্রামের নোটবুক

ঢাকা থেকে পাক মেজর অপহৃত

(নিজস্ব প্রতিনিধি প্রেরিত) মুজিবনগর, ৩রা নভেম্বর : গত এক সপ্তাহে মুক্তিবাহিনীর গেরিলারা প্রকাশ্য দিবালােকে ঢাকা শহরের রাস্তা থেকে পাক সেনাবাহিনীর একজন মেজরকে অপহরণ করে নিয়ে গেছেন এবং অপর একজন মেজরের গাড়ী টাইম বােমা দিয়ে উড়িয়ে দিয়েছেন। ঢাকায় মুক্তিবাহিনীর গেরিলাদের তৎপরতা এতই বৃদ্ধি পেয়েছে যে, রাত্রিবেলা দূরে থাক, দিনের। বেলাও পাক সৈন্যরা ভয়ে রাস্তাঘাটে বেরােয় না। | ঢাকা শহরে টি এন্ড টি কলেজের সামনে একজন মেজর ট্রাফিক জাম’ এর দরুন গাড়ী নিয়ে আটকা পড়ে। পেছনের একটা মােটর গাড়ি থেকে সাত আট জন যুবক এসে মেজরের গাড়ির উপর ঝাপিয়ে পড়ে। এক ঘুষি মেরে তারা ড্রাইভারকে ফেলে দেয় এবং মেজরকে টুটি চেপে ধরে। এতই আকস্মিকভাবে ঘটেছি যে ঘটনাটা, মেজর আত্মরক্ষার কোন সুযােগই পাননি, এমনকি নিজের রিভলভারটাও হাতে নিতে পারেনি। শেষ পর্যন্ত গেরিলারা মেজরের চোখ মুখ বন্ধ করে তাকে নিয়ে উধাও হয়ে যায়। ঢাকার মতিঝিল এলাকায় হাবিব ব্যাঙ্ক থেকে টাকা উঠাতে এলে অপর একজন মেজর মুক্তিবাহিনীর গেরিলাদের শিকার হন। গাড়ি রেখে মেজর ব্যাঙ্কের ভিতর ঢুকে পড়েন তখন মুক্তিযােদ্ধারা টহলদার রত সৈন্যদের চোখ এড়িয়ে গাড়ির চাকার নিচে একটা টাইম বােমা রেখে যায়। মেজর টাকা নিয়ে গাড়িতে এসে বসলে আকস্মিকভাবে টাইম বােমার বিস্ফোরণ ঘটে। ফলে পাঁচজন সঙ্গীসহ মেজর ঘটনাস্থলেই নিহত হন। লন্ডনের কোন এক সংবাদপত্রে প্রকাশিত এক সংবাদে জানা যায়, গত সপ্তাহে আশিজন মুক্তিযােদ্ধা প্রকাশ্য দিবালােকে ঢাকার রাস্তার গেরিলা তৎপরতা চালিয়েছে। এছাড়া মুক্তিবাহিনীর অসম সাহসী গেরিলারা ঢাকা ইমপ্রুভমেন্ট টাস্ট বিল্ডিং ঢাকাস্থ নির্বাচনী অফিস ভবনে বােমা নিক্ষেপ করেছে। নির্বাচনী অফিসে নৈশ প্রহরী ও একজন গুরুতর রূপে আহত

অমর বাংলা ১:১

৪ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯