স্থানীয় সংবাদ
(নিজস্ব সংবাদদাতা) ২৮শে অক্টোবর – রাজশাহী জেলার ধামুহাট থানায় মুক্তি বাহিনীর এক ব্যাপক অভিযান চালিয়ে একজন পাক সেনাকে নিহত ও একজন দালাল ও দুইজন রাজাকারকে বন্দী করে মুক্তি ফৌজ শিবিরে আনা হয়েছে। ২৯শে অক্টোবর বগুড়া জেলার পাঁচবিবি এলাকায় মুক্তিফৌজের এক সাফল্যজনক অভিযানে [পাক অধিকৃত এলাকা] একটি ব্রিজ ও পাক বাহিনীর দুইটি ঘাটি বিধ্বস্ত করে। এতে ১৭ জন পাঞ্জাবী সৈন্য নিহত ও কয়েকজন আহত হয়েছে। ইহা ছাড়া মুক্তি বাহিনী ১০ জন রাজাকারকে বন্দী করে মুক্তি বাহিনীর ক্যাম্পে নিয়ে আসে।
গণ মুক্তি ; ১
১ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯