You dont have javascript enabled! Please enable it! কোটেশ্বর - সংগ্রামের নোটবুক

কোটেশ্বর

এই অক্টোবরে জামবারীতে ১৭ জন পাকসেনা নিহত হয় এবং অপর ১০ জন আহত হয়। ২০ই অক্টোবর মুক্তিফৌজ জামবারী এবং আদানপূর্বে পূনঃ আক্রমণ চালিয়ে ১৩ জন শত্রুসেনা নিহত করে। এর আগে ৮ই অক্টোবরে মুক্তিবাহিনী এ্যাম্বুনসে ফেলে দিয়ে ১৩ জন পাকসেনা নিহত করে। এখানে একজন মুক্তিযােদ্ধা শহীদ হন। এছাড়া কোটেশ্বরে ৬ তারিখে ১২ জন এবং ১০ই অক্টোবরে আরও ৭ জন পাকসেনা মুক্তিবাহিনীর হাতে প্রাণ হারায়। পানছড়া এবং মােহনপুরে ৯ এবং ১০ তারিখে মােট ৮ জন পাকসেনা নিহত হয়।

লড়াই (পূর্বাঞ্চলীয় যুদ্ধ বুলেটিন-১) |

অক্টোবর ১৯৭১

পাক হেলিকপ্টার আক্রমণ ৬ই অক্টোবর মুক্তিযােদ্ধাদের এক বিশেষ অভিযানে কুমিল্লার বাঞ্ছরামপুর থানার উজিরপুর এলাকায় ৯৫ জন পাকসেনা নিহত হয়। অবশ্য এর আর্ধেকভাগই ছিল রাজাকার। গত ১১ই অক্টোবরে পাকবাহিনী এ অঞ্চলে পাল্টা আক্রমণ চালায়। এখানে পাকবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে। এতে মুক্তিযােদ্ধারা পিছে সরে আসতে বাধ্য হয়। পাকবাহিনীর ১৪ জন নিহত হয়।

লড়াই (পূর্বাঞ্চলীয় যুদ্ধ বুলেটিন-১)

অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯