You dont have javascript enabled! Please enable it! 1971.06.24 | প্রস্তাব নয়, আইনের মাধ্যমে অস্ত্র প্রেরন বন্ধ করতে হবে : সিনেটর সিমিংটন | সিনেটের কার্যবিবরনী - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
প্রস্তাব নয়, আইনের মাধ্যমে অস্ত্র প্রেরন বন্ধ করতে হবে : সিনেটর সিমিংটন সিনেটের কার্যবিবরনী ২৪ জুন, ১৯৭১

জুন ২৪, ১৯৭১ কংগ্রেশনাল খতিয়ান – যুক্তরাষ্ট্রের সিনেট এস৯৮৮৯

ইউ এস সামরিক সামগ্রী পাকিস্তানে পাঠানোর নিষেধাজ্ঞা

জনাব স্যমিংটন, জনাব রাষ্ট্রপতি , এই প্রবন্ধে উল্লেখিত “ইউ এস সামরিক সামগ্রী পাকিস্তানে পাঠানোর নিষেধাজ্ঞা” টেড স্যুলস দ্বারা লিখিত, যা উপস্থাপন করে ধারণাতীত আমলাতান্ত্রিক সংবেদলশীলতার চিত্র ।

এটি নির্বাহী শাখার আরো একটি গল্প যা কংগ্রেস বলছে এটা একই জিনিস করছে, তখন আমরা খুজে পেলাম ভিন্ন কিছু হচ্ছে ।

জনাব স্যুলস প্রতিবেদন দেন নিউ ইয়ার্ক টাইমস এ তার মাধ্যমে রাষ্ট্রীয় বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করে যে নূন্যতম একটি জাহাজ পাকিস্থানের পথে আছে যেটি সামরিক সরঞ্জাম বহন করছে যখন মালবাঈ বিমানের সাহায্যে আরেকটি চালান তৈরি করা হচ্ছিলো পাঠানোর জন্যে, যেখানে প্যারাসুট, বিমান ও সামরিক যানবহনের খুচরা যন্ত্রাংশ ছিলো ।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতি সত্ত্বেও এই চালান তৈরি করা হয়েছে, সিনেট রেজুলেশানের ২১ কমিটিতে যেটা অনুলিপি করা হয়েছে, যে –
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অস্ত্র পাকিস্থান সরকারকে বা এদের দালালদের দেওয়া হবেনা যতক্ষন না পূর্ব পাকিস্থান থেকে যুদ্ধদশার প্রাদুর্ভাব থেকে মুক্তি না পাচ্ছে, মার্চ ২৫-২৬, এবং ওইটাই এখন সিডিউল করা হয়েছে পাঠানোর জন্যে ।

আরো যোগ করা হয়েছে,ব্যাপার হচে যে চালানটি রাষ্ট্রীয় দপতর বরাবরয়ে গিয়েছিল অন্যথায় বোঝা যাচ্ছিলোনা না হচ্ছিলো অথবা অন্যথায় যখন পথভ্রষ্ট কংগ্রেস সহকারী সেক্রেটারি এ্যাবশার, পররাষ্ট্র মন্ত্রনালয় কমিটির চেয়ারম্যানের কাছে লিখছিলো এপ্রিলের ২৩ তারিখে, বিয়নের সাথে পাকিস্তানে সামরিক চালানে ব্যাপারে বলেন যে –

পরিকল্পনায় আর কিছুই ছিল না

জনাব স্যুলসের খবর অনুযায়ী, এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এখন স্বীকার করেন যে এই চালানে ঘোষিত নীতির লঙ্ঘন করে, কিন্তু তারা মধ্যকার দন্দ্বের জন্যে কোন প্রস্তাব ও নিতিমালার ব্যাখ্যা দেয়নি

পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক উপ কমিটিরর চেয়ারম্যানের হিসেবে, আমি গতকাল টেলিফোন করে রাজ্য এবং প্রতিরক্ষা সচিবের হয়ে একটি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে অনুরোধ করি; এবং সিনেট রিপোর্টে যখনেই ব্যাখায় গৃহীত হয়। তাদের রসিদ অপেক্ষারত রেখে, আমাদের চুড়ান্ত রায় পেতে দিন ; কিন্তু এটি প্রদর্শিত হবে যে আমরা পদক্ষেপগুলিতে চিন্তা করে পা দিব যেটা কংগ্রেস এর দ্বারা গৃহীত হয়েছিল আইনানুসারে, অন্যথায় রেজুলেশানের অনুচ্ছেদ মোতাবেক, নিশ্চিত করা যা নির্বাহী শাখা এর রাষ্ট্রীয় নীতির মাধ্যমে সম্পন্ন হয় ।