You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
পাকিস্তানে অস্ত্র সাহায্য বন্ধের জন্য প্রতিনিধি পরিষদের প্রস্তাব-৩০৪ প্রতিনিধি পরিষদের কার্যবিবরণী ১৭ মে, ১৯৭১

৯২ তম কংগ্রেস
১ম সেশন
হাউজ কনকারেন্ট রেজোল্যুশন ৩০৪
হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এ উপস্থাপিত
মে ১৭, ১৯৭১

মিঃ হ্যালপার্ন (নিজের এবং মিসেস অ্যাবযাগ, মিঃ বাডিলো, মিঃ বিংহ্যাম, ম্যাসাচুসেট্‌স্‌ এর মিঃ বার্ক, মিঃ বার্টন, মিঃ কফলিন, মিঃ ডেলামস, মিঃ ড্রিনান, মিঃ গুড, মিঃ হ্যারিংটন, মিঃ কক, মিঃ মিকভা, মিঃ মিচেইল, মিঃ মর্স, মিঃ মস, মিঃ র‍্যাংগেল, মিঃ রাইগেল, মিঃ রোজেনথাল, এবং মিঃ রায়ানের পক্ষে) নিম্নবর্তী সংসদীয় উভয়কক্ষীয় প্রস্তাবনা পেশ করেন, যা পররাষ্ট্রবিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়।

উভয়কক্ষীয় প্রস্তাবনা

পূর্ব পাকিস্তানে সংঘটিত সংঘাতে মার্কিন কংগ্রেস গভীরভাবে ব্যথিত; এবং মার্কিন কংগ্রেস পূর্ব পাকিস্তানে মার্কিন সামরিক সরঞ্জাম ব্যবহারের বিরোধিতা করে।

অতএব, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস (সিনেটের সহমত সহ) এই সিদ্ধান্ত গ্রহণ করুক যে–

(১) পূর্ব পাকিস্তানে সংঘাতের অবসান ও ত্রাণ সহায়তা পৌঁছানোর আগ পর্যন্ত পাকিস্তানের প্রতি সকল সামরিক সাহায্য স্থগিত রাখা হবে।

(২) পূর্ব পাকিস্তানে সংঘাতের অবসান ও ত্রাণ সহায়তা পৌঁছানোর আগে পর্যন্ত পাকিস্তানের কাছে সব প্রকার অস্ত্র বিক্রির লাইসেন্স স্থগিত রাখা হবে।
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!