You dont have javascript enabled! Please enable it! 1971.05.12 | পাকিস্তানে অস্ত্র সাহায্য বন্ধের ব্যাপারে প্রতিনিধি পরিষদের প্রস্তাব-৩০৩ | প্রতিনিধি পরিষদের কার্যবিবরনী - সংগ্রামের নোটবুক
শিরোনাম সুত্র তারিখ
পাকিস্তানে অস্ত্র সাহায্য বন্ধের ব্যাপারে প্রতিনিধি পরিষদের প্রস্তাব-৩০৩ প্রতিনিধি পরিষদের কার্যবিবরনী ১২ মে, ১৯৭১

৩২ডি কংগ্রেসের প্রথম অধিবেশন
প্রতিনিধি পরিষদে
এইচ. সমবর্তী প্রস্তাব (রেজল্যুশন)-৩০৩
১৭ মে, ১৯৭১

জনাব গ্রস নিম্ন উল্লেখিত সমবর্তী প্রস্তাব (রেজল্যুশন ) জমা দেন যা পররাষ্ট্র কমিটির কাছে পাঠানো হয়েছিল।

সমবর্তী প্রস্তাব (রেজল্যুশন)

যেখানে মার্কিন যুক্তরাষ্টের কংগ্রেস পূর্ব পাকিস্তানে সংঘটিত সংঘাতের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করে, এবং

যেখানে মার্কিন যুক্তরাষ্টের কংগ্রেস পূর্ব পাকিস্তানে আমেরিকান সামরিক সরঞ্জাম ব্যবহারের বিরোধিতা করেছেঃ সেক্ষেত্রে এখন এটা

প্রতিনিধি পরিষদ কর্তৃক সমাধা করা হোক। সিনেট একমত যে, –

(১) যতক্ষন না পূর্ব পাকিস্তানের সংঘর্ষের সমাধান হচ্ছে এবং ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম গৃহীত হচ্ছে পাকিস্তানে সকল আমেরিকান সামরিক ও অর্থনৈতিক সাহায্য বন্ধ রাখা উচিত।

(২) যতক্ষন না পূর্ব পাকিস্তানের সংঘর্ষের সমাধান হচ্ছে এবং ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম গৃহীত হচ্ছে পাকিস্তানে সামরিক ও অন্যান্য পণ্য বিক্রয়ের লাইসেন্স স্থগিত করা উচিত।