You dont have javascript enabled! Please enable it! 1971.05.12 | কংগ্রেস সদস্য ম্যাকেভিটকে লিখিত শ্যামেল পরিবারের চিঠি | কংগ্রেস এর কার্যবিবরণী - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
কংগ্রেস সদস্য ম্যাকেভিটকে লিখিত শ্যামেল পরিবারের চিঠি কংগ্রেস এর কার্যবিবরণী ১২ মে, ১৯৭১

১২ মে, ১৯৭১ কংগ্রেসনাল রেকর্ড- মন্তব্য ৪২৪৫
একটি আমেরিকান পরিবারের লিখা চিঠি যাদের পূর্ব পাকিস্তান থেকে স্থানান্তর করা হয়ঃ
১১ ই মে, ১৯৭১
মিঃ ম্যাক-ভিট মিঃ স্পিকার, পূর্ব পাকিস্তান থেকে যেসব আমেরিকানদের সরিয়ে নেয়া হয় তাদের মধ্যে ছিলেন ডেনভারের মিঃ এবং মিসেস এডওয়ার্ড সামাল। সামাল পরিবার তাদের পাঁচ সন্তান নিয়ে নভেম্বরের শেষে ঢাকা, তথা পূর্ব পাকিস্তান পৌঁছান, যেখানে মিঃ শ্যামেল আমেরিকার সাহায্য মিশনের সাথে ছিলেন।
আমি হাউজের সাথে একটি মিসেস শ্যামেলের লেখা একটি চিঠি যা ডেনভার পোস্টে গত ১৮ এপ্রিল প্রকাশিত হয়েছেঃ
ডেনভার পোস্টের মতে-
আপনি নিঃসন্দেহে শুনে থাকবেন পূর্ব পাকিস্তান থেকে যেসব আমেরিকানদের সরিয়ে নেয়া হয়েছে……… এবং তাদের ভিতর আমরাও ছিলাম।
পূর্ব পাকিস্তানের বাঙ্গালি এবং তাদের বাংলাদেশের জন্য আমাদের ভিতর অধিকাংশই খুবই উদ্বিগ্ন এবং ব্যাথিত।
সেই সাথে আমরা উদ্বিগ্ন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নিরস্ত্র নাগরিক হত্যা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠদের দমনকে নিন্দনীয় উল্লেখ করে কোন বিবৃতি জারি করে নি।
আমরা প্রত্যক্ষ করেছি গণহত্যা আসলে কেমন। পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র নাগরিকদের ওপর ট্যাঙ্ক, ভারী কামান, মেশিন বন্দুক ব্যবহার করে, সেনানিবাসে ঘুমন্ত ১৬০০ পুলিশ হত্যাকরে (এভাবে একমাত্র সশস্ত্র প্রতিরোধ ক্ষমতা দমন করে), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনিবাস বিধ্বস্ত করে, হাজারো ছাত্রদের জন্য বিশাল কবর খনন করা হয়, তারা ধারাবাহিকভাবে দেশের বুদ্ধিজীবী সম্প্রদায়কে হত্যা করে এবং পুরো গ্রাম নিশ্চিহ্ন করে দেয় — আমি এরকম আরও বহু বলতে পারবো। এরকম হয়েছে এটা বিশ্বাস করা কঠিন।
শুধুমাত্র তুলনার খাতিরে আমি আপনাকে অনুরোধ করবো শুধু কল্পনা করুন শেষ নির্বাচনে নিক্সন নির্বাচিত হবার পর জনসন অভিষেকের মুলতবী ঘোষণা করে ক্যালিফোর্নিয়া চলে গেলেন নিক্সনের সাথে আলোচনা করার জন্য, এবং পরবর্তী তিন সপ্তাহে সমস্ত সেনাবাহিনী সেখানে নিয়ে গেলেন। তারপর হঠাৎ এক নিমিষে নিক্সনকে গ্রেফতার করে ফেলা হল, রিপাবলিক পার্টিকে অবৈধ ঘোষণা করা হল এবং পার্টির নেতাদের বহিষ্কার করা হল। অতঃপর তারা হত্যা এবং ধ্বংসযজ্ঞে মেতে উঠল।
তেহরানে আমার প্রথম দিকের দিনগুলি খুব ভয়ের ভিতরে কাটছে। আমি সবাইকে বলছি মার্কিন প্রেসিডেন্ট এবং কংগ্রেসম্যানদের বরাবর লিখতে বা টেলিগ্রাম করতে বা ফোন করতে যাতে তারা একটি বিবৃতি প্রকাশ করে।
রাশিয়ার পক্ষ থেকে যদিও এটি হচ্ছে স্বীকার করে নেয়া হয়, আপাতদৃষ্টিতে তা ছিল ভণ্ডামি পূর্ণ। যুক্তরাষ্ট্র করেনি, সম্ভবত মেই লাই ও লেফটেনেন্ট কেলির প্রতি বিমূঢ়তা থেকেই আমাদের অনিচ্ছার জন্ম।
মিসেস এডওয়ার্ড “প্যাট” সামেল
তেহরান, ইরান