You dont have javascript enabled! Please enable it! 1971.04.08 | মার্কিন সামরিক সাহায্য কর্মসূচীর পুনরালোচনা দাবীঃ সিনেটর মন্ডেল এর বিবৃতি ও চিঠি | প্রেস বিজ্ঞপ্তি - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
মার্কিন সামরিক সাহায্য কর্মসূচীর পুনরালোচনা দাবীঃ সিনেটর মন্ডেল এর বিবৃতি ও চিঠি প্রেস বিজ্ঞপ্তি ৮ই এপ্রিল ১৯৭১

ওয়াশিংটন ডিসি, ৮ এপ্রিল- সিনেটর ওয়াল্টার এফ মন্ডেল (ডি-মিন) পূর্ব পাকিস্তানের আত্মকলহের উপর মন্তব্য করেন যে আজ সময় হয়েছে সম্পূর্ণ মার্কিন সামরিক সাহায্য কর্মসূচীর পুনঃপর্যালোচনা করার।
মন্ডেল তার দপ্তর থেকে প্রেরণ করা এক প্রেস বার্তায় বলেন যে, ‘ইতিমধ্যে আমরা আবিষ্কার করেছি, আমাদের অধিকাংশ সামরিক সাহায্য শুধুমাত্র করদাতাদের অর্থ অপচয়ই নয়, বরং তা কল্যাণের চেয়ে ক্ষতিকর হিসেবেই বেশি প্রতীয়মান হচ্ছে। পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী হচ্ছে আরেকটি কারণ, যা মার্কিন কংগ্রেসকে আমাদের সম্পূর্ণ মার্কিন সামরিক সাহায্য কর্মসূচীর পুনঃপর্যালোচনা করতে বাধ্য করে’।
একই সাথে মন্ডেল, সিনেটর মুসকি, ব্রুক এবং হ্যাটফিল্ড সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম পি রজার্সের কাছে প্রেরিত এক চিঠিতে পূর্ব পাকিস্তানে সংঘটিত সাম্প্রতিক রক্তপাতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন ও পাকিস্তানে প্রেরিত মার্কিন সাহায্যের ব্যাপ্তি, বিশালতা ও সময়ের পূর্ণাঙ্গ বিবরণ অবমুক্ত করার আহবান জানান।
মন্ডেলের বিবৃতি এবং রজার্সের কাছে প্রেরিত চিঠির ভাষ্য এখানে ক্রমানুসারে দেয়া হলঃ
“অন্যান্য বহু গৃহযুদ্ধের মতই, পূর্বপাকিস্তানের দ্বন্দ একটি জটিল ট্র্যাজেডি।
যদি আমরা পূর্বের ব্যয়বহুল ভুলগুলোর পুনরাবৃত্তি না চাই, যুক্তরাষ্ট্রের উচিৎ হবে এই সংঘর্ষে দুই পক্ষের যে কোন পক্ষ অবলম্বন থেকে বিরত থাকা। এ কারণে আমি প্রশাসনের যেকোন বিবাদে রাজনৈতিক অথবা সামরিক ভাবে জড়িত না হবার নীতিকে দৃঢ় ভাবে সমর্থন করি।
কিন্তু এই নীতি হতে হবে কূটনৈতিক বাগাড়ম্বর এর চেয়ে বেশি অর্থবহ। এটি একেবারেই অগ্রহণযোগ্য যখন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র, ট্যাংক এবং বিমান যাদের রক্ষা করার জন্য ব্যবহার করার কথা তাদের বিরুদ্ধেই ব্যবহৃত হয়। এই সামরিক সাহায্য নীতির সমস্যা ফুটে ওঠে, যখন একই সমস্যার অনুকরণ বিশ্বজুড়ে বিভিন্ন দেশে দেখা যায়।
স্টেট ডিপার্টমেন্ট থেকে আমাদের নিরপেক্ষতা ঘোষণা করা এক জিনিস। কিন্তু আপনি যদি বাঙালি, ব্রাজিলিয়ান অথবা গ্রীক হন, এবং মার্কিন অস্ত্র বা মার্কিন বিমান দ্বারা আক্রান্ত হন, এর অর্থ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আপনার জীবনে হস্তক্ষেপ করেছে।
আমাদের জিজ্ঞেস করা উচিৎ, পাকিস্তানে কেন এমন হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এখন আর পাকিস্তানে মার্কিন অস্ত্র ব্যবহার বন্ধ করা সম্ভব নয়, যেহেতু ইতিমধ্যে সেই অস্ত্র সেখানে ব্যবহৃত হচ্ছে।
আমরা ভবিষ্যতে এমন পরিস্থিতিতে মার্কিন সরবরাহকৃত অস্ত্রের অপব্যবহার ঠেকাতে সচেতন হতে পারি।
আমরা আমাদের সামরিক সাহায্যের ব্যাপ্তির উপরে আলোকপাত করতে পারি। আমরা জিজ্ঞেস করতে পারি এই সাহায্য কি আসলেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ব্যবহৃত হচ্ছে, নাকি নিছক অন্তর্দেশীয় আভ্যন্তরীন কোন্দলে ব্যবহৃত হচ্ছে যা আমাদের নিরাপত্তার জন্য কোন হুমকি নয়।
ইতিমধ্যে আমরা আবিষ্কার করেছি, আমাদের অধিকাংশ সামরিক সাহায্য শুধুমাত্র করদাতাদের অর্থ অপচয় ই নয়, বরং তা কল্যাণের চেয়ে ক্ষতিকর হিসেবেই প্রতীয়মান হচ্ছে। পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী হচ্ছে আরেকটি কারণ, যা মার্কিন কংগ্রেসকে আমাদের সম্পূর্ণ মার্কিন সামরিক সাহায্য কর্মসূচীর পুনঃপর্যালোচনা করতে বাধ্য করে।
পরিশেষ, এটি অমার্জনীয় যে যুক্তরাষ্ট্র পূর্ব পাকিস্তানে ভয়ংকর প্রাণহানির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে এত বেশি সময় নিয়েছে।
যে রাষ্ট্রটি মূলত মানবাধিকার ও মানবিকতার উপর প্রতিষ্ঠিত হয়েছে, ঘটনা প্রবাহের সাথে সাথেই তার উদ্বেগ প্রকাশ কাম্য ছিল। কিন্তু যখন সেই রাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র দ্বারা অভ্যন্তরীন বিবাদে এক পক্ষ হত্যার শিকার হয়, তখন রাষ্ট্রের দায়িত্ব হল তার প্রতিবাদ করা।
যখন আমলাতান্ত্রিক নীরবতা ও রাজনৈতিক দ্ব্যর্থ মানবিকতাকে স্তব্ধ করে দেয়, তখন আমরা যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির সবচেয়ে সৎ এবং উৎকৃষ্ট অধ্যায়টি হারিয়ে ফেলি।”

……………………………………………………………………………………..

প্রিয় সচিব মহোদয়,
পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক রক্তপাতে আমরা গভীরভাবে চিন্তিত। সাংবাদিক এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী সেখানে বাছবিচার ছাড়া নিরস্ত্র নাগরিকদের হত্যা করা হচ্ছে।
পূর্বপাকিস্তানের বর্তমান সামরিক এবং রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ নীতি বজায় রাখার স্বার্থে এই গৃহযুদ্ধে যুক্তরাষ্টের যেকোন প্রকার অংশগ্রহণ বা দায়িত্ব, তা যত ক্ষুদ্রই হোক না কেন, বিশদ আলোচনার দাবি রাখে। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান করলে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকবোঃ

১। বর্তমান ও পরবর্তী অর্থবছর সমূহে পাকিস্তানে প্রেরিত ও আশ্বাস দেওয়া মার্কিন সামরিক সাহায্যের ব্যাপ্তি, বিশালতা ও সময়ের পূর্ণাঙ্গ বিবরণ, যার মধ্যে অনুদান এবং সামরিক বাণিজ্য উভয় ই অন্তর্ভুক্ত, প্রাণঘাতি ও প্রাণঘাতি নয় এমন উপকরণ এবং নিয়মিত সামরিক উপকরণ এর বিবরণ। যুক্তরাষ্ট্রের অস্ত্র কি পাকিস্তানের এই গৃহযুদ্ধে নিরস্ত্র নাগরিকদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে? পাকিস্তান সরকার যদি আরো সামরিক সাহায্য চায় তাহলে আমাদের অবস্থান কি হবে?
২। বর্তমান ও পরবর্তী অর্থবছর সমূহে পাকিস্তানের সাথে আমাদের দ্বিপার্শিক অর্থনৈতিক সাহায্যের ব্যাপ্তি, বিশালতা ও সময়ের পূর্ণাঙ্গ বিবরণ (পি এল ৪৮০ এবং ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার সাহায্য বাদে)। বহুপাক্ষিক সংস্থা সমূহের দ্বারা পাকিস্তানকে প্রদেয় সাহায্যের ব্যাপ্তি কি? কোনভাবে কি এই সাহায্য বর্তমান গৃহযুদ্ধে বিবদমান কোন পক্ষের কাজে এসেছে বা আসতে পারে?
৩। বর্তমান ও পরবর্তী অর্থবছর সমূহে পাকিস্তানকে প্রদেয় আমাদের পি এল ৪৮০ সাহায্যের ব্যাপ্তি, বিশালতা ও সময়ের পূর্ণাঙ্গ বিবরণ। এর কি কোন প্রমাণ আছে যে এই সাহায্য বর্তমান গৃহযুদ্ধে বিবদমান কোন পক্ষের কাজে এসেছে?
৪। পূর্বপাকিস্তানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তা কার্যে আমাদের অঙ্গীকার এর উপর শ্রদ্ধা রেখে জানতে চাইছি, আমরা কি আশা করতে পারি যে বর্তমান অবস্থায় এই সাহায্য কেবলমাত্র ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ই কাছে পৌছাবে?
এই সাহায্য কি কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা যেমন রেড ক্রস বা এইডের দ্বারা কি সরাসরি ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের কাছে পৌছানো সম্ভব?
এই প্রশ্নগুলি অবশ্যই এই সাংঘর্ষিক বিষয়ে হস্তক্ষেপ না করার সাথে সাথে সতর্ক নজরদারি সম্পর্কিত আমাদের রাষ্ট্রীয় নীতিকেও প্রতিফলন করে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের এই বিষয়ে আগেই কোন ধরণের মন্তব্য করার কোনরূপ ইচ্ছা আমাদের নেই।
আমরা আপনার উত্তরের দিকে চেয়ে আছি।

বিনীত
এডওয়ার্ড ডব্লিউ ব্রুক ওয়াল্টার এফ মন্ডেল
মার্ক ও হ্যাটফিল্ড এডমন্ড এস মুসকি