পাক ভারত সংঘর্ষ থেকে দূরে থাকার জন্য যুক্তরাষ্ট্র সবকিছু করবে-রজার্স | দি স্টেটসম্যান | ১৪ই নভেম্বর, ১৯৭১ |
“ওয়াশিংটন, নভেম্বর ১৩: গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারস বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট যে কোনো যুদ্ধাবস্থায় “জড়িয়ে পড়া এড়াতে” যুক্তরাষ্ট্র সবকিছু করবে। খবর এপি ও রয়টার।
.
ন্যাশনাল জার্নালিজম সোসাইটির বার্ষিক সভায় বক্তব্য রাখার সময় তিনি আরো বলেন, “আর কোনো যুদ্ধে জড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয়।“
.
তিনি বলেন, যুক্তরাষ্ট্র উভয়পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনা সমাবেশে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন,
.
…”সীমান্তে সংগঠিত সংঘর্ষের রেশ ধরে আগামীতে যুদ্ধ বেঁধে যেতে পারে।“…
.
রজারস উল্লেখ করেন, ১৯৬৫ সালে এই দুই দেশের যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পক্ষকেই উল্লেখযোগ্য কোনো সামরিক সহায়তা দেয় নি। বর্তমানেও এই দুই দেশকে কোনো অস্ত্র সরবরাহ করা হচ্ছে না।
.
দুই দেশের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।
.
পাকিস্তানে সামরিক যন্ত্রাংশ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়ে রজারস তাঁর বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে পাকিস্তান সরকারকে জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানের কাছে এই ধরনের ছোটখাটো সরবরাহের কারনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের গুরুতর ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছিলো।“
…