You dont have javascript enabled! Please enable it! 1971.08.17 | মার্কিন আন্তঃ এজেন্সী শরণার্থী ত্রাণ সম্পর্কিত রিপোর্ট | পররাস্ট্র দপ্তর - সংগ্রামের নোটবুক
শিরোনাম সূত্র তারিখ
মার্কিন আন্তঃ এজেন্সী শরণার্থী ত্রাণ সম্পর্কিত রিপোর্ট পররাস্ট্র দপ্তর আগস্ট ১৭,১৯৭১

ইন্টার এজেন্সী কমিটি অন পাকিস্তানি রিফিউজি রিলিফ
পরস্থিতি পর্যবেক্ষণ রিপোর্ট ১০
আগস্ট ১৭,১৯৭১
ইউনাইটেড স্টেটস ভলান্টারি এজেন্সিজ ইন একশন

“প্রতি দশ অথবা বিশটি পরিবারের মধ্যে একটির সাথে ঘুমানোর জন্য বিছানোর মাদুর আছে , এবং প্রতি ত্রিশটি পরিবারের মধ্যে একটি পরিবারের সাথে যে কোন ধরণের ধাতব ব্যবহার্য সামগ্রী আছে বলে মনে হচ্ছে , তারা স্থায়ী শকের ভেতর আছে এক গ্রাম থেকে পরবর্তী গ্রামের উদ্দেশ্যে চলেছে আর চলার ওপরেই আছে “

চার্চ ওয়ার্ল্ড সার্ভিস এর একজন কর্মকর্তা এভাবেই পাকিস্থান থেকে ভারতে আশ্রয় নিতে আসা শরণার্থীদের অবস্থা র বর্ণনা দেন ।
শরণার্থীর সংখ্যা এখন সাড়ে সাত (৭.৫) মিলিয়ন অতিক্রম করেছে , চার্চ ওয়ার্ল্ড সার্ভিসের এই কর্মকর্তা তার টিম নিয়ে শরণার্থীদের কিভাবে সাহায্য করা যায় তার তদারকিতে ছিলেন । চার্চ ওয়ার্ল্ড সার্ভিস হলো উদ্বাস্তুদের সাহায্য করার জন্য ১৭ (সতেরো)টি আমেরিকান সংস্থার একটি , যারা আড়াই মিলিয়ন (২.৫) ডলারের অর্থ এবং ত্রানসামগ্রী পুরো পৃথিবীব্যাপী প্রচেষ্টা চালিয়ে জোগাড় করেছিল ।

বিভিন্ন ত্রাণ সংস্থা বিভিন্ন চাহিদার উপর লক্ষ্যস্থির করে কাজ করছে, যেমন CARE তাদের সবধরনের জনবল খাদ্য , বাসস্থান, এবং পয়নিস্কাশনের ব্যবস্থা করার কাজে নিয়োজিত করেছে । কেয়ার জরূরী ভিত্তিতে প্রাপ্ত ৪৮০০০০ ডলারে ১৮০০০০ মানুষ কে আশ্রয় দেবার উপযোগী ১২০০০ তেরপল কিনে ছে।
CARE এছাড়াও গম ও অন্যান্য খাবার বিতরণ করায় ভারত সরকারের ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছে।

The International Rescue Committee (দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি )শরণার্থী চিকিৎসক ও শিক্ষকদের সাহায্যার্থে কাজ করছে যাতে তারা ক্যাম্পে অন্যান্য উদ্বাস্তুদের সাহায্য করতে পারেন ।
এছাড়াও তারা রিফিউজি লেখক ও শিল্পীদেরও সাহায্য করছে।

Catholic Relief Services (CRS) ক্যাথলিক রিলিফ সার্ভিস (সি আর এস) তাদের অঙ্গসংগঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছে, এবং প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য (৫০০০০০)পাঁচ লক্ষ মানুষের উপযোগী খাদ্য, ঔষধ, শিশুখাদ্য ও চিকিৎসা সামগ্রী (CARE) কেয়ারের কাছে দিয়েছে।

Church World Service (চার্চ ওয়ার্ল্ড সার্ভিস) মহামারীর সময়ে কলেরা ভ্যাকসিন পানি বিশুদ্ধকরন ট্যাবলেট সিরিঞ্জ এবং আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য তারপুলিন কেনার টাকা দিয়েছে এবং রিফিউজিদের খাবারের ব্যবস্থা করতেও Mennonite Central Committee(মেনোনাইট সেন্ট্রাল কমিটি)Lutheran World Relief(লুথেরান ওয়ার্ল্ড রিলিফ) এবং the Christian Agency for Social Action (CASA) দ্য ক্রিশ্চিয়ান এজেন্সি ফর সোস্যাল একশন (কাসা) র সাথে একত্রে কাজ করে যাচ্ছে ।

Lutheran World Relief (লুথেরান ওয়ার্ল্ড রিলিফ) কাসা (CASA)র সাথে একত্রে শরণার্থীদের খাবার চিকিৎসা ও অন্যান্য সাহায্য মুলক কাজ করছে।The Cooch Behar Refugee Service (দ্য কোচবিহার রিফিউজী সার্ভিস) দ্য লুথেরান ওয়ার্ল্ড ফাউন্ডেশন (the Lutheran World Federation) এবং অন্যান্য জাতীয় লুথেরান সংস্থাসমূহের সাথে মিলে সরাসরি ভারত সরকারের সাথে কাজ করছে ।

The World Vision Relief Organization (দ্য ওয়ার্ল্ড ভিশন রিলিফ অর্গানাইজেশন) অনাথদের পুনর্বাসন , শিশুদের জন্য দুধ ও খাবার স্যালাইন সরবারহ কলেরা প্রতিরোধ এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য তারপুলিন প্রদান সহ বিভিন্ন প্রজেক্ট শুরু করেছে ।

আরও অনেক আমেরিকান প্রতিষ্ঠান এই সতেরোটি প্রতিষ্ঠানের সাথে মিলিত ভাবে কাজ করছে, তাদের নাম ঠিকানা এবং অনুদানের পরিমান এই রিপোর্টের শেষে লিপিবদ্ধ করা হলো। আমেরিকান সরকার Interagency Committee on Pakistani Refugee Relief (ইন্টার এজেন্সি কমিটি অন পাকিস্তানি রিফিউজি রিলিফ)এর মাধ্যমে এইসকল সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করে চলেছে।

এদের ভেতর ছয়টি প্রতিষ্ঠান American National RedCross(আমেরিকান ন্যাশনাল রেডক্রস) CARE(কেয়ার)Catholic Relief Services(ক্যাথলিক রিলিফ সার্ভিস)Church World Service(চার্চ ওয়ার্ল্ড সার্ভিস)Lutheran World Relief(লুথেরান ওয়ার্ল্ড রিলিফ) Mennonite Central Committee(মেনোনাইট সেন্ট্রাল কমিটি) ১৯৫১ সালের ইন্দো আমেরিকান চুক্তি অনুসারে ভারতে তাদের পন্যসমুহের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, এবং অন্যান্য আমেরিকান সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমুহ তাদের পন্যসামগ্রী এই ছয়টি প্রতিষ্ঠানের সুবিধা ব্যাবহার করে ক্যাম্পগুলোতে পাঠাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পাবলিক ল ৪৮০ টাইটেল ২(Title II of Public Law 480) এর অধীনে বেশীরভাগ খাদ্যসামগ্রী বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরন করছে । প্রাথমিক ভাবে শরণার্থীদের খাদ্য সরবরাহের কাজ শুরু হয়েছে বিভিন্ন সংস্থার চালু করা বিভিন্ন প্রোগ্রামের যেমন কাজের বিনিময় খাদ্য (food for work) স্কুল শিক্ষার্থীদের জন্য খাদ্য ( school feeding) জন্য গত বসন্তে ভারতে জমাকৃত তাদের মজুদ খাদ্যসামগ্রী দিয়ে পাবলিক ল ৪৮০ (PL 480) এর মাধ্যমে।
এই মজুদ শরণার্থীদের ব্যাপক হারে আগমনের দ্বারা দ্রুতই শেষ হচ্ছে, কিন্তু মার্কিন সরকার কর্তৃক নতুন চালান দিয়ে ঘাটতি পুনরায় পূরণ করা হবে।

Mr.Frank L.Kellogg(মিস্টার ফ্রাঙ্ক এল কেলোগ)ইন্টার-এজেন্সি কমিটির চেয়ারম্যান হিসেবে, যিনি উদ্বাস্তুদের জন্য মার্কিন সরকার এর ত্রাণ প্রচেষ্টার কোঅরডিনেটর স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর ব্যাপারে বলেন ” তাদের অভিজ্ঞতা ব্যাক্তিগত জ্ঞান এবং ত্রান উপকরনসমুহ ভারতীয় পরিবেশে দুর্ভিক্ষ, অপুষ্টি এবং অসুস্থতা বিরুদ্ধে এই যুদ্ধে শরণার্থীদের জন্য একটি অমুল্য অবদান হিসেবে বিবেচিত হচ্ছে । স্বেচ্ছাসেবীরাও অসুস্থ হয়ে পরছে, সেই অসুস্থতার মাঝেও তারা ত্রানকাজে তাদের মানবিক অবদান টুকু রাখছেন,যেটা ছাড়া মার্কিন সরকারের হাতে আর কোন বিকল্প নেই ”

মিঃ কলোগ বুঝতে পেরেছেন অনেক আমেরিকান উদ্বাস্তদের সাহায্য করতে চান, এবং তাদের কে বলেন এইসব স্বেচ্ছাসেবী সংস্থাসমুহ সাহায্য করার জন্য চমৎকার মাধ্যম। যারা ইন্ডিয়ায় অবস্থানরত পূর্ব পাকিস্তানি রিফিউজিদের সাহায্য করতে চান তাদেরকে নগদ অর্থ সাহায্য নিম্ন তালিকাভুক্ত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের মাধ্যমে পাঠাতে বলেন। অনুদানসমুহ আয়করমুক্ত।

আমেরিকান ত্রান প্রচেষ্টা অবশ্যই, উদ্বাস্তুদের সাহায্য করার জন্য পৃথিবীব্যাপী প্রচেষ্টার একটি অংশ।
সরকারি এবং বেসরকারী মিলিয়ে এখন পর্যন্ত অনুদানের পরিমান ($151,000,000) প্রায় ১৫১০০০০০০ ডলার । এর মধ্যে ($70.5 million) ৭০.৫ মিলিয়ন মার্কিন সরকারের অনুদান । তথাপি পরিবহন ব্যয় ($350 to $400 million)৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ডলার যা ছয় মাসের মধ্যে আরও ($200 million) আরও ২০০ মিলিয়ন বেড়ে যাবে বলে বোঝা যাচ্ছে।
যদিও, অর্থ জনবল এবং কায়িক শ্রমের সবচেয়ে বড় বোঝাটা সরকারী এবং বেসরকারী বিভিন্ন সংস্থার মাধ্যমে ইন্ডিয়াকেই বহন করতে হচ্ছে।

Frank L. Kellogg:
Chairman, Interagency Committee
on Pakistani Refugee Relief.
ফ্রাঙ্ক এল কেলোগ
চেয়ারম্যান,ইন্টারএজেন্সি কমিটি
অন পাকিস্তানি রিফিউজি রিলিফ

এই প্রশ্নগুলো অবশ্যই কেবল মাত্র আমাদের রাষ্ট্রীয় নিরপেক্ষ নীতি নিয়ে আমাদের উদ্বেগ প্রসূত। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের আভ্যন্তরীন দ্বন্দ নিয়ে আমাদের কোন মূল্যায়ন নয়।

আপনার উত্তরের প্রত্যাশায়।

আপনার বিশ্বস্ত,

এডওয়ার্ড ডাব্লিউ ব্রুক ওয়াল্টার এফ মন্ডেল
মার্ক ও হ্যাটফিল্ড এডমুন্ড এস মুসকি