কসবায় তুমুল সংঘর্ষ
গত ১২ই অক্টোবরে কসবাহু অঞ্চলে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় । কসবাহু এখন সম্পূর্ণ মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণাধীন গত কয়েকদিন তুমুল সংঘর্ষের পর কসবাহ অঞ্চল থেকে ১২ তারিখে পাক বাহিনীকে পুরােপুরি সরে যেতে বাধ্য করা হয়। এখানে মােট ৪৬ জন পাকসেনা এবং ২১ জন রাজাকার মুক্তি বাহিনীর হাতে খতম হয়েছে। পাকবাহিনীর বাঙ্কারগুলি মুক্তিবাহিনী দখল করে নিয়েছে। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য বাগাবাড়ী থেকেও পাকবাহিনী মুক্তিবাহিনীর চাপে সরে যেতে বাধ্য হয়, এখানে মােট ১২ জন পাকসেনা নিহত হয়।
লড়াই (পূর্বাঞ্চলীয় যুদ্ধ বুলেটিন-১)
অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯