You dont have javascript enabled! Please enable it!

সকল রণাঙ্গনেই মুক্তিবাহিনীর সাফল্য

অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষে ১৭ জন অফিসার সহ ১৩৮০ জন হানাদার পাকিস্তানী সৈন্য মুক্তিবাহিনীর হাতে নিহত হয়েছে। রেঞ্জার্স, রাজাকার, মুজাহিদ আর পুলিশ সহ শত্রুপক্ষের ১৩০০ আধা-সামরিক বাহিনীর লােকজন উক্ত সময়ে মুক্তিবাহিনীর সহিত সংঘর্ষে নিহত হয়।  ঢাকা শহরে ২টি থানার উপর মুক্তিবাহিনী আক্রমণ চালায়। টেলিভিশন টাওয়ার মুক্তিবাহিনীর আক্রমণে বিধ্বস্ত। গত ১৬ই অক্টোবর হতে ৩১শে অক্টোবর পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর ১৭ জন অফিসার মুক্তিবাহিনীর সহিত সংঘর্ষে নিহত হয়। মুক্তিবাহিনীর অসমসাহসিক গেরিলাগণ সামরিক বাহিনীর ২৪টি যানবাহন সম্পূর্ণ ধ্বংস করে। মুক্তিবাহিনী অক্টোবরের দ্বিতীয়পক্ষে ১৮টি গুরুত্বপূর্ণ সড়কসেতু ও রেলসেতু ধ্বংস করেছে। ঢাকাময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল সড়কে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের ফলে এই এলাকায়। শত্রুসৈন্যের যােগাযােগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। মুক্তিবাহিনীর নৌগেরিলা যােদ্ধারা সুন্দরবন এলাকায় একখানি বড় জাহাজ এবং ২ খানি বার্জ ডুবিয়ে দেয়। এছাড়া শত্রুপক্ষের ৫ খানা লঞ্চ এবং কয়েকখানি নৌযান গেরিলাদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নােয়াখালি ও দিনাজপুর শহরে মুক্তিবাহিনীর প্রচণ্ড হামলায় শত্রুসৈন্যের প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে।

ওরা দুর্জয় ওরা দুর্বার । ১:

২ অক্টোবর ১৯৭১ 

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!