You dont have javascript enabled! Please enable it! গেরিলাদের সফল অভিযান অব্যাহত - সংগ্রামের নোটবুক

গেরিলাদের সফল অভিযান অব্যাহত

(নিজস্ব সংবাদদাতা) নবাবগঞ্জ : গত ২৯শে অক্টোবর আমাদের মুক্তিবাহিনীর আটজন দুর্ধর্ষ গেরিলা নবাবগঞ্জ থানায় এক আক্রমণ চালিয়ে পাকহানাদার ও বদরবাহিনীর ৫২ জনকে হত্যা করে এবং ২৮জন রাজাকারকে অস্ত্রশস্ত্রসহ বন্দী করে। এ সংঘর্ষে আমাদের মুক্তিবাহিনীর একজন বীরযােদ্ধা শহীদ এবং অপর একজন। সামান্য আহত হন। লৌহজং : গত ২৬শে অক্টোবর শত্রু সৈন্যবাহী দুটি স্পীডবােট শ্রীনগর থেকে লৌহজং অভিমুখে। যাত্রা করলে আমাদের বীর গেরিলারা পথিমধ্যে গােয়ালিনীমান্দ্রা বাজারের নিকট এক প্রবল আক্রমণ চালিয়ে ৩৬ জন হানাদার সৈন্যকে নিহত এবং ৮ জনকে বন্দী করে। নিহতদের মধ্যে সুবেদার কোরবার আলী এবং লেন্সনায়ক মােনসেব খানও রয়েছে। এ সংঘর্ষে দুটি হালকা মেশিনগান ও ৩৪টি। রাইফেলসহ বেশকিছু গােলাবারুদ মুক্তিবাহিনীর হস্তগত হয়। শ্রীনগর : গত ২৪শে অক্টোবর শ্রীনগর থানার কামারখােলা গ্রামে আমাদের মুক্তিবাহিনীর গেরিলারা। পাকসেনা ও রাজাকারদের একটি দলের উপর অতর্কিত হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করে। ছদ্মবেশী রাজাকার ধৃত ও নিহত : গত ২৫শে অক্টোবর আমাদের গেরিলারা শেখরনগরে একটি। স্পীডবােটে তল্লাসী চালিয়ে ছদ্মবেশী দু’জন বিহারী রাজাকার গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের পর তাদের হত্যা করা হয়। সংবাদে প্রকাশ কয়েকদিন আগে গােয়েন্দাগিরি করতে এসে আরেকজন। রাজাকার চুরাইনের জাগ্রত জনতার হাতে ধরা পড়ে প্রাণ দেয়। দালাল নিধন : গত ১৫ই অক্টোবর আমাদের মুক্তিবাহিনীর হাতে হানাদার বাহিনীর দিশারী কুখ্যাত দালাল মাওলানা আহমদউল্লাহ ও তাঁর ছেলে বাহরুল ধরা পড়লে তাদেরকে গণআদালতে উপস্থিত করা হয়। দেশমাতৃকার প্রতি চরম বিশ্বাসঘাতকতা ও বেইমানীর প্রায়শ্চিত্ত স্বরূপ তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া

বাংলাদেশ (৪) ১:১

৩১ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯