You dont have javascript enabled! Please enable it! 1975.06.13 | বাকশাল গঠনের পর গঠিত পাঁচটি অঙ্গ সংগঠন ও নেতৃবৃন্দের তালিকা - সংগ্রামের নোটবুক

বাকশাল গঠনের পর গঠিত পাঁচটি অঙ্গ সংগঠন ও নেতৃবৃন্দের তালিকা 

জাতীয় কৃষক লীগ

১। শ্রী ফণী মজমদার—সাধারণ সম্পাদক, ২। জনাব আবদুস সামাদ আজাদ, ৩। জনাব আবদুর রব সেরনিয়াবাত, ৪। জনাব আবদুল মমিন তালুকদার, ৫। জনাব আবদুর রউফ (হুইপ), ৬। শ্রী মণি সিং, ৭। হাজী মোহাম্মদ দানেশ, ৮। পীর হাবিবুর রহমান, ৯। জনাব বাদল রশিদ এমপি, ১০। জনাব এম এ হানিফ এমপি (নোয়াখালী), ১১। জনাব দেলোয়ার হোসেন এমপি, ১২। জনাব আলী আশরাফ এমপি (কুমিল্লা), ১৩। জনাব এম আনিস জামান, ১৪। জনাব মনজুর মোশের্দ, ১৫। জনাব রহমত আলী, ১৬। জনাব আবদুল আউয়াল, ১৭। জনাব আবদুর রউফ চৌধুরী, ১৮। জনাব হেদায়েতুল ইসলাম খান, ১৯। ডাঃ মোখলেছুর রহমান এমবিবিএস, ২০। জনাব আবদুল হাকিম, ২১। শেখ হারুনর রশীদ, ২২। জনাব হাবিব উলাহ বিশ্বাস, ২৩। জনাব আবু আল সাঈদ, ২৪। জনাব আমজাদ হোসেন, ২৫। জনাব নূরুর রহমান, ২৬। শ্রী জীতেন ঘোষ, ২৭। জনাব ফজলুর রহমান, ২৮। জনাব আবদুল করিম, ২৯। জনাব নূরুল ইসলাম।

 জাতীয় শ্রমিক লীগ

১। অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী–সাধারণ সম্পাদক, ২। জনাব আবদুর রহমান এমপি, ৩। জনাব কাজী মোজাম্মেল হক এমপি, ৪। জনাব মাহমুদুর রহমান বেলায়েত এমপি, ৫। জনাব আবদুল আলিম এমপি, ৬। চৌধুরী হারুন-অর-রশিদ, ৭। বাবু দীনেন সেন, ৮। জনাব হাসানুজ্জামান, ৯। জনাব সাইফুন্দিন আহমদ মাণিক, ১০। বাবু সুশীল কুমার পাল, ১১। জনাব তাহেরীন খান, ১২। জনাব জামশেদ আহমদ চৌধুরী, ১৩। জনাব এবিএম মহিউদ্দীন আহমেদ চৌধুরী, ১৪। জনাব আবদুর রউফ, ১৫। জনাব মোহাম্মদ মহসীন, ১৬। জনাব মোহাম্মদ এমদাদ হোসেন, ১৭। জনাব মাহবুবুল আলিম, ১৮। জনাব এস এম রুমী ১৯। জনাব দেলোয়ার হোসেন খান নয়ন, ২০। অধ্যাপক আবদুর রশিদ লেবু ২১। জনাব মোহাম্মদ আবদুল আজিজ, ২২। জনাব মনজুরল আহসান খান, ২৩। জনাব আবদুল মান্নান, ২৪। জনাব হাবিবুর রহমান, ২৫। জনাব জাহিদুর রহমান জাহিদ, ২৬। ব্যারিস্টার নুরুল আফসার, ২৭। জনাব হাসানুদ্দীন সরকার, ২৮। জনাব জামালুদ্দীন, ২৯। জনাব মোহাম্মদ আহাদ, ৩০। জনাব আবদুস সালাম খান, ৩১। জনাব রহমত উল্লাহ চৌধুরী, ৩২ জনাব হাবিবুর রহমান।

 জাতীয় মহিলা লীগ

 ১। বেগম সাজেদা চৌধুরী এমপি-সাধারণ সম্পাদিকা, ২: ডঃ নীলিমা ইব্রাহিম প্রভোস্ট, রোকেয়া হল, ৩। অধ্যাপিকা বেগম মেহেরুন্নেছা চৌধুরী, প্রভোস্ট শামসুন্নাহার হল, ৪। সৈয়দা রাজিয়া বানু এমপি, ৫। জনাব মমতাজ বেগম এমপি, ৬। জনাবা রাফিয়া আক্তার ডলি এমপি, ৭। অধ্যাপিকা আজরা আলী এমপি, ৮। শ্রীমতি কণিকা বিশ্বাস এমপি, . ৯। শ্রীমতী সুদীপ্ত দেওয়ান এমপি, ১০ । বেগম নাজমা শামীম লাইজু এমপি, ১১। বেগম আইভি রহমান, ১২। মিস সাহারা খাতুন, ১৩। মিস মাহমুদা চৌধরী, ১৪। জনাবা রওশন আরা মুতাজির, ১৫। জনাবা নরেশ মকসুূদ, ১৬। জনাবা মালেকা বেগম, ১৭। জনাবা লুৎফন্নেছা বকুল, ১৮। জনাবা ফিরোজা বেগম, ১৯। জনাবা আয়েশা খানম, ২০। জনাবা নূরজাহান বেগম, সম্পাদিকা বেগম পত্রিকা, ২১। জনাবা ফরিদা মহিউদ্দীন, ২২। জনাব ফেরদৌস আরা ডলি, ২৩। জনাব মেভিজ জেসমিন।

জাতীয় যুবলীগ

 ১। জনাব তোফায়েল আহমেদ, এমপি-~-সাধারণ সম্পাদক, ২। জনাব আবদুল জলিল এমপি, ৩। জনাব সরদার আমজাদ হোসেন এমপি, ৪। জনাব সুলতান মাহমুদ শরীফ, ৫। জনাব রাজিউদ্দীন আহমেদ, প্রাক্তনএমসিএ, ৬। জনাব আমজাদ হোসেন এমপি, ৭। সৈয়দ রেজাউর রহমান, ৮। জনাব মোহাম্মদ নাসিম, ৯। জনাব নূরুল ইসলাম, ১০। জনাব মোজাফফার হোসেন এমপি, ১১।জনাব শ ম বাবর আলী এমপি, ১২। জনাব নিজামুদ্দীন আহমেদ এমপি, ১৩। জনাব মোহাম্মদ ইব্রাহিম, ১৪। জনাব এস এম ইউসুফ, ১৫। ডাঃ আলী হাফিজ সেলিম, ১৬। জনাব ফকির আবদুর রাজ্জাক, ১৭। জনাব শফিকুল আজিজ মুকুল, ১৮। জনাব মনিরুল হক চৌধুরী, ১৯। জনাব এম এ রশিদ, ২০। জনাব মতিউর রহমান, ২১। জনাব আবদুল মোনায়েম, ২২। জনাব খায়রুল আনাম, ২৩। অধ্যাপক নিমচন্দ ভৌমিক, ২৪। জনাব আবদুল কাদের সিদ্দিকী, ২৫। জনাব মেজবাহউদ্দীন আহমেদ, ২৬। জনাব ফখরুল কামাল, ২৪। জনাব আবদুর রাজ্জাক।

জাতীয় ছাত্রলীগ

 ১। জনাব শেখ শহীদুল ইসলাম-সাধারণ সম্পাদক, ২। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, ৩। জনাব এ এম ইসমত কাদির গামা, ৪। জনাব রাশেদুল হাসান খান, ৫। জনাব নরুল ইসলাম মিলন, ৬। জনাব নূহউল-আলম লেনিন, ৭।জনাব শেখ কামাল, ৮। জনাব মাহবুব জামান, ৯। জনাব মোস্তফা জালাল মহিউদ্দীন, ১০। শ্রী চন্দন চৌধুরী, ১১। জনাব খালেদ খুররম, ১২। জনাব ওবায়দুল কাদের, ১৩। জনাব মমতাজ হোসেন, ১৪! শ্রী হরে কৃষ্ণ দেবনাথ, ১৫। শ্রী অজয় দাস গুপ্ত, ১৬। জনাব রবিউল আলম চৌধুরী, ১৭। জনাব ফজলুর রহমান পটল, ১৮। জনাব সৈয়দ নুরুল ইসলাম, ১৯। জনাবা লুৎফুন্নাহার হেনা,. ২০। জনাব কাজী আকরাম হোসেন, ২১। জনাব শাহাদৎ হোসেন।

[pdf-embedder url=”https://songramernotebook.com/wp-content/uploads/securepdfs/2021/04/1975.06.13-bichitra-2.pdf” title=”1975.06.13 bichitra”]