You dont have javascript enabled! Please enable it! 1971.10 31 | সাবাস - সংগ্রামের নোটবুক

সাবাস!

(রণাঙ্গন প্রতিনিধি) ১২ই অক্টোবর। নীলফামারি হইতে একটি ট্রেন সৈয়দপুরের দিকে যাইতেছে। ট্রেনের একটি কামরায় তিন জন বন্দী গেরিলা, হাতে ও কোমরে শক্ত দড়ি দিয়া বাঁধা, প্রহরায় দুই জন হানাদার পাক সেনা। | মুক্তি সংগ্রামী গেরিলা তিন জন একদিন পূর্বে ডিমলা থানায় শত্রুর হাতে ধরা পড়িয়াছেন। প্রাথমিক নিপীড়নের পর তাহাদিগকে সৈয়দপুর ক্যান্টনমেন্টে লইয়া যাওয়া হইতেছিল। চলন্ত ট্রেন। যাত্রীরা নির্বাক। হঠাৎ যাত্রীদের মধ্য হইতে কয়েকজন প্রহরারত পাকসেনাদের উপর ঝাপাইয়া পড়িয়া তাহাদের অস্ত্র কাড়িয়া নেয়। গেরিলাদের হাতের বাঁধন খুলিয়া দেয়। তারপর সেই দড়ি দিয়া ঐ পশু দুইটিকে বাঁধা হয়। ট্রেনের কামরায় ধ্বনি ওঠে-‘জয় বাঙলা’ মুক্তি বাহিনী জিন্দাবাদ’। পরবর্তী স্টেশনে আসার আগেই কামরার সকলেই চলন্ত ট্রেন হইতে লাফ দিয়া উধাও হয়।

মুক্তিযুদ্ধ। ১ : ১৭

৩১ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯