You dont have javascript enabled! Please enable it!
               শিরোনাম         সুত্র      তারিখ
 ১৬৩। বাংলাদেশকে স্বীকৃতি দানের দাবিতে সারা পশ্চিমবংগে সফল ধর্মঘট পালিত      ‘যুগান্তর’   ৪ আগষ্ট, ১৯৭১

বাংলাদেশকে স্বীকৃতির দাবিতে সফল ছাত্র ধর্মঘট
(ষ্টাফ রিপোর্টার)

কলকাতা, ৩রা আগষ্ট স্বাধীন বাংলাদেশ সরকারের স্বীকৃতির দাবিতে মঙ্গলবার গোটা পশ্চিমবঙ্গে স্বতঃস্ফূর্ত ছাত্র ধর্মঘট হয়েছে। আজকের এই ছাত্র ধর্মঘটের উদ্যোগ দক্ষিণ-বাম সবকটি ছাত্র সংগঠনের। এদিন রাজ্যের সর্বত্র ছাত্র ধর্মঘট হলেও পরীক্ষা যথারীতি হয়েছে। ধর্মঘটের আওতা থেকে পরীক্ষা বাদ দেওয়া হয়েছিলো।

ছাত্র ধর্মঘটের পর ছয়টি কেন্দ্রীয় ছাত্র সংগঠন রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে একটি ছাত্র জমায়েত ডাকেন। সেখানে সভা হয়। সফিউল আলম সভাপতি ছিলেন। সভার পর ছাত্ররা মিছিল করে রাজভবনের সামনে যায়। ছাত্র প্রতিনিধিরা রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্বারকলিপি দিয়ে চলে আসে।

স্বারকলিপিতে বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের দাবী-স্বাধীন বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারত সরকারের স্বীকৃতি দিতে হবে। এবং কেবল স্বীকৃতিই নয়, বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের হাতকে শক্ত করার জন্য মুক্তিফৌজকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করতে হবে।

রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের ছাত্রসভায় বক্তৃতা দেন বাম ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চক্রবর্তী, পি-এস-ইউ’র ক্ষিতি গোস্বামী, ডি-এস’ওর সঞ্জিত বিশ্বাস, ছাত্র ব্লকের ভোলা কুন্ডু প্রমুখ। এই সভাস্থল থেকে এসপ্ল্যানেড ইষ্ট পর্যন্ত বাংলাদেশ স্বীকৃতির দাবিতে ছাত্রদের বিক্ষোভ ধ্বনিতে সরগরম ছিলো।
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!