You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সূত্র তারিখ
১৫১। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অধিবেশনে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে বিলম্বের সমালোচনা স্টেটসম্যান ১৮ জুন, ১৯৭১

স্বীকৃতি “প্রত্যাগমন“ ইস্যুতে কেন্দ্রের সমালোচনা
(সি পি আই – এম – রেজোল্যুশন)

কোয়েম্বাটর, ১৭ জুন -মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পলিব্যুরো বাঙ্গলাদেশ সরকারের স্বীকৃতি বিলম্বের প্রশ্নে ভারত সরকারের সমালোচনা করেছেন এবং একটি রাজনৈতিক সমাধান খুজে বের করার ব্যাপারে জোর দিয়েছেন – খবর পি টি আই।

দলের শীর্ষ নীতিনির্ধারণকারী অংশ – পলিবুরো – গতকাল অধিবেশনে বলেছে সরকার স্পষ্টতই আমেরিকা এবং অন্য কিছু মহলের চাপে আছে।

নীতি নির্ধারণী সদস্যদের আটজনের অংশগ্রহণে দীর্ঘ রুদ্ধদার বৈঠক হয়েছে। একমাত্র জনাব বি টি রান্দিভ, যিনি অসুস্থ ছিলেন বলে অনুপস্থিত ছিলেন। দলীয় বিবৃতি গত রাতে সংবাদ্ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিতে ব্যর্থতা এবং বাংলাদেশকে সবরকম উপকরণ সহায়তা প্রদান না করায় বাংলাদেশের জনগণের সংগ্রাম ভীষণভাবে ব্যহত হচ্ছে এবং বাংলাদেশ থেকে ভারতে ৫ মিলিয়ন উদ্বাস্তু হিসেবে প্রবেশ করতে বাধ্য হয়েছে। এই বিশাল উদ্বাস্তুর অন্তঃপ্রবাহ ভারতে এবং বিশেষ করে পশ্চিম বঙ্গ ত্রিপুরা, আসাম, মেঘালয়ে বড় ধরনের সমসা তৈরি করেছে। এর জন্য ভারত সরকার দায়ী কারণ তারা বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিতে ব্যার্থ হয়েছে এবং এবং পূর্ববাংলায় পর্যাপ্ত সকল সরবরাহ সহায়তা প্রদানে ব্যার্থ হয়েছে।
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!