You dont have javascript enabled! Please enable it!
শিরোনাম সুত্র তারিখ
১৩৫। কায়রোতে সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সমাবেশ জয়প্রকাশ নারায়নঃ দেরী হলে পূর্ববঙ্গ ভিয়েতনাম হবে দৈনিক “আনন্দবাজার” ২০ মে ১৯৭১

দেরী হলে পূর্ববঙ্গ ভিয়েতনাম হবে
– জয়প্রকাশ

কায়রো ১৯ মে- পূর্ববঙ্গে রক্তপাত বন্ধ করে সেখানে সংকটের রাজনৈতিক সমাধানের জন্য সংযুক্ত আরব ও মিত্র মুসলিম দেশগুলি ইয়াহিয়ার উপর চাপ দেবে বলে ভারত আশা করেছিল। আরব দুনিয়ার বন্ধু হিসেবেই ভারত এই আশা করেছিল। সর্বোদয় নেতা শ্রী জয়প্রকাশ নারায়ণ আজ রাতে মিশরের একদল সাংবাদিক ও বুদ্ধিজীবীর কাছে একথা বলেন। তিনি বলেন দ্রুত পূর্ববঙ্গ সংকটের সন্তোষজনক সমাধান না হলে চীনের জড়িয়ে পড়ার বিপদ রয়েছে। অনিশ্চয়তা চলতেই থাকবে। বৃহৎ শক্তি নাক গলাবে। সেখানে অবস্থা ভালোর দিকে না গেলে পূর্ববঙ্গ দ্বিতীয় ভিয়েতনামে পরিনত হবে।

ভারতীয় রাষ্ট্রদূত শ্রী বাহদূর সিং শ্রী নারায়নের জন্য এক সম্বর্ধনা সভার আয়োজন করেন। সেই সভায় শ্রী নারায়ন এই কথাগুলি বলেন। পূর্ববঙ্গের জরুরী অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি অগ্নিগর্ভ। এখানে তিনি দু দিনের সফরে এসেছেন।

শ্রী নারায়ন প্যালেষ্টাইনের গেরিলা নেতা বশের ও আরব লীগের সেক্রেটারী জেনারেল ডঃ হাসুনার সঙ্গে দেখা করেছেন। রাজনৈতিক কারনে সংযুক্ত আরবের নেতৃবৃন্দ ব্যস্ত থাকায় তাঁদের সঙ্গে শ্রী নারায়নের দেখা হয়নি। আগামীকাল তিনি ভ্যাটিকানের পোপের সঙ্গে দেখা করবেন। পি টি আই
 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!