গেরিলাযােদ্ধাদের সফল আক্রমণ অব্যাহত
বেঈমান হামিদুল হকের প্যাকেজিং কারখানা ধ্বংস
(জয়বাংলা প্রতিনিধি প্রেরিত) বীর প্রসবিনী বাংলার অসম সাহসী মৃত্যুঞ্জয়ী সন্তানেরা হানাদার দখলীকৃত বাংলাদেশের বিভিন্ন এলাকায় দস্যু সৈন্যদের ওপর অব্যাহতভাবে প্রচণ্ড ও দুর্বার আক্রমণ চালিয়ে যাচ্ছেন। শত চেষ্টা ও শক্তি নিয়ােজিত করেও দখলদার সেনারা মুক্তিবাহিনীর গেরিলা যােদ্ধাদের সম্মুখে এটে উঠতে পারছে না। কড়া সামরিক পাহারা ও চেকপােষ্টের মধ্যেই সুসংগঠিত ৪০ জনের একটি গেরিলাদল হানাদার সৈন্যদের চোখে ধুলাে দিয়ে খােদ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলার দুষমন মীরজাফর ও কুখ্যাত হামিদুল হক চৌধুরীর বিশাল প্যাকেজিং কারখানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ঢাকা থেকে আমাদের প্রতিনিধি জানান যে, গত ১৯শে অক্টোবর রাত্রে ৪০ জনেরও অধিক একদল সশস্ত্র স্বাধীনতাকামী গেরিলাযযাদ্ধা ঢাকা শহরের বিভিন্ন পথ দিয়ে সুকৌশলে পাকিস্তানী সৈন্যদের পাশ কেটে ঢাকার উপকণ্ঠে কাজলায় অবস্থিত উক্ত মীরজাফরের প্যাকেজিং কারখানায় উপস্থিত হন। অতঃপর তারা কার্যরত ষ্টাফদের ষ্টেনগানের মুখে বের করে আনেন। তারপর মুক্তিযােদ্ধারা উপর্যুপরি কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করে এবং আগুন লাগিয়ে কারখানার যন্ত্রপাতি সম্পূর্ণরূপে ধ্বংস করেন। এই সফল আক্রমণের সময় একজন মীরজাফর খতম হয়। ভীত সন্ত্রস্ত পাকিস্তানী সৈন্য অথবা ফায়ার ব্রিগ্রেড এই আক্রমণের ৬ ঘণ্টা পরও ঘটনাস্থলে যেতে সাহস পায়নি।
জয়বাংলা (১)১: ২৫
২৯ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯