You dont have javascript enabled! Please enable it! প্রতিরোধ-বরিশাল: আবদুল করিম সরদার, প্রাক্তন এমপি | বাংলা একাডেমীর দলিলপত্র - সংগ্রামের নোটবুক

প্রতিরোধ-বরিশাল
সাক্ষাৎকার- আবদুল করিম সরদার, প্রাক্তন এমপি
২২-১০-১৯৭২

২৬শে মার্চ কটকস্থল নামক স্থানে পাক বাহিনীর সাথে মুক্তিবাহিনীর এক প্রচণ্ড যুদ্ধে পাক বাহিনীর ৭ জন নিহত ও বহু আহত হয়। অপর পক্ষে মুক্তিবাহিনীর ৩ জন(পরিমল, আবদুল হাসিম ও মোশাররফ) শহীদ হয়। জুলাই মাসের শেষের দিকে কোদালদহে এক যুদ্ধে ৬ জন পাকসেনা নিহত হয়।

——————————————-