You dont have javascript enabled! Please enable it!

রেলযাত্রীরা আটক মুক্তিফৌজদের ছিনাইয়া লইল

(নিজস্ব প্রতিনিধি)। গত ১০ই অক্টোবর রংপুর জেলার ডিমলা থানার নিকটবর্তী এলাকায় মুক্তিবাহিনীর তিনজন পাকসেনাদের হাতে ধরা পড়ে। ধৃত অবস্থায় মুক্তি বাহিনীর জওয়ানেরা পাক সেনাদের কোন প্রকার খাদ্য গ্রহণে অস্বীকার করে। অভূক্ত অবস্থায় পরের দিন সকালে তাহাদিগকে নিলুফামারীতে চালান দেওয়া হয়। একদিন পরে অর্থাৎ ১২ই অঃ তারিখে উক্ত মুক্তিবাহিনীর বন্দীত্রয়কে দুইজন পাকসেনার  পাহারায় বিচারের জন্য রেলপথে নিলফামারী হইতে সৈয়দপুর ক্যান্টনমেন্টে লইয়া যাইতেছিল। নিলফামারী হইতে ট্রেন ছাড়িবার কিছুক্ষণ পরে কয়েকজনযাত্রী অর্তকিত ভাবে পাহারারত পাকসেনাদের উপর আক্রমণ চালায় এবং মুক্তিফৌজদের হাতের দড়ি খুলিয়া দেয় এবং উক্ত দড়ি দিয়া পাকসেনাদের বাধিয়া ফেলে। অতঃপর যাত্রীদের মধ্য হইতে ধ্বনিত হইতে থাকে জয় স্বাধীন বাংলাদেশ, মুক্তিবাহিনী। জিন্দাবাদ এবং চলন্ত ট্রেন হইতে মুক্তিবাহিনীর তিনজন সমতে সকলে পালাইয়া যায়। দুই তিনদিন পর তাহারা তিনজনে মুক্ত এলাকায় চলিয়া আসিতে সক্ষম হয়।

 নতুন বাংলা ১: ১১

২৮ অক্টোবর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!