শিরোনাম | সূত্র | তারিখ |
১১৫। বাংলাদেশ তহবিলে সাহায্য দানের জন্য ক্ষুদ্র শিল্প সমিতির আহবান | অমৃতবাজার পত্রিকা | ১৭ এপ্রিল ১৯৭১ |
বাংলাদেশের তহবিলের জন্য ক্ষুদ্রশিল্পগোষ্ঠীর আহ্ববান
(স্টাফ রিপোর্টার)
ভারতের ক্ষুদ্রশিল্প সমিতি পশ্চিমবঙ্গের সব ক্ষুদ্রশিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সমিতির তহবিলে বাংলাদেশে যুদ্ধরত সীমাহীন দুঃখী মানুষদের সাহায্য করার জন্য।
আঞ্চলিক সচিব ক্ষুদ্র শিল্পপতিদের কাছে আবেদন করেন তারা যেন স্বেচ্ছায় সাহায্য করেন এবং পূর্ব আঞ্চলিক কার্যালয়ের ঠিকানা পি- ৩১ সি টি আই রোড ক্যালকাটা- ১৪ তে তাদের অনুদান প্রেরণ করেন।
হুগলীতে ভাদ্রেশ্বর সারাদাপালি এর শ্রীরামকৃষ্ণের জন্মদিন উদযাপন কমিটি রামকৃষ্ণ মিশনে বাংলাদেশের মানুষের দুর্ভোগে সাহায্য ও সহোযোগিতা করার জন্য ১০০ রুপি প্রদান করেছে।
আনন্দ মারগা-এর ত্রাণ সচিব বুধবার ঘোষণা করেন যে বাংলাদেশের মানুষের সাহায্যের জন্য রান্না করা খাবার বিভিন্ন ত্রাণ শিবিরে বিতরন করা হবে। এই ক্যাম্পগুলো হরিদাসপুর টাকি, পশ্চিমবঙ্গ ও বিলোনিয়া এর Gede, খোয়াই, ত্রিপুরা রাজ্যের আগরতলা এবং কোচবিহার এর দিনহাটার সীমান্তগুলোতে পরিচালনা করা হচ্ছে। আসামের গোয়ালপাড়ার হিলি এবং মানিক চকে দুটি নতুন কেন্দ্র খোলা হয়েছে।
৮ এপ্রিল রায়টার্স বিলডিং এ কলকাতা মোটর ব্যবসায়ী সমিতি ১০০০০ টাকা মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করে হস্তান্তর করে। টাকাটা বাংলাদেশের সংগ্রামী দুঃখী মানুষদের জন্য তহবিলে প্রদান করা হয়।