You dont have javascript enabled! Please enable it! 1971.03.12 | বাংলাদেশের প্রশ্নে ভারতের বিভিন্য রাজ্য সভা ও বিধান সভা প্রতিক্রিয়া | দৈনিক আনন্দবাজার - সংগ্রামের নোটবুক
শিরোনাম সুত্র তারিখ
৮১। বাংলাদেশের প্রশ্নে ভারতের বিভিন্য রাজ্য সভা ও বিধান সভা প্রতিক্রিয়া দৈনিক আনন্দবাজার ২৯ মার্চ, ১৯৭১

বাংলাদেশের লোকদের সাহায্যের জন্য আবেদন
মহারাষ্ট্র বিধান পরিষদের মুলতবী প্রস্তাব অগ্রাহ্য

মহারাষ্ট্র বিধান পরিষদে আজ পূর্ববঙ্গের ঘটনাবলী সম্পর্কে আকটি মুলতবী প্রস্তাব উত্থাপিত হলে চেয়ারম্যান তা অগ্রাহ্য করেন।
চেয়ারম্যান শ্রী ভি এস পেজ বলেন যে, বিষয়টি সংসদের আওতায়। সুতরাং এ সম্পর্কে এই সভায় আলোচিত হতে পারে না।

উত্তর প্রদেশ বিধান সভা

লক্ষ্ণৌ, ২৯শে মার্চ – উত্তর প্রদেশ বিধান সভা স্বাধীন বাংলাদেশ অস্থায়ী সরকারকে স্বীকৃতি দানের জন্য কেন্দ্রীয় সরকারকে সর্বসম্মতিক্রমে অনুরোধ জানিয়েছে।

রাজস্থান বিধান সভা

জয়পুর, ২৯শে মার্চ – আজ রাজস্থান বিধান সভার সমস্ত দলের সদস্য বাংলাদেশে পাক সৈন্যদলের অমানুষিক হত্যাকান্ডের জন্য “গভীর উদ্বেগ” প্রকাশ করেন।

– পিটিআই